• দাঁতনে ব্যাঙ্ক কর্মীদের ঘিরে বিক্ষোভ
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বেলদা: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র খুলে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। দাঁতনের কাকরাজিতের ওই পরিচালক নিখোঁজ রয়েছে। সোমবার প্রতারিত গ্রাহকদের আবেদনপত্র নেওয়ার জন্য শিবির করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেখানে এদিন দফায় দফায় উত্তেজনা ছড়ায়। দুপুরে ব্যাঙ্ক কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকরা। তাঁদের অভিযোগ, এই ঘটনার সাথে ব্যাঙ্কেরই একশ্রেণির অসাধু কর্মী জড়িত রয়েছে। আর তাই তাদের প্রতারিত হওয়া অর্থ অতি দ্রুত এই শিবিরেই ফেরত দিতে হবে।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয়।

    প্রতারিত এক গ্রাহক বলেন, দীর্ঘ প্রায় ন’বছর ধরে এই গ্রাহক সেবা কেন্দ্রে আমরা লক্ষ লক্ষ টাকা জমা করে আসছি। ব্যাঙ্কের লোগো দেওয়া নকল রসিদ আমাদের দেওয়া হতো। এখন খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি, সমস্তটাই জালি। ব্যাঙ্কের কর্মীরা এতে জড়িত না থাকলে এভাবে প্রতারণার ঘটনা ঘটতে পারে না। আমরা এর বিহিত চাই। ব্যাঙ্কের দাঁতন শাখার ম্যানেজার রজত বিশ্বাস বলেন, আমরা সমস্ত প্রতারিত গ্রাহকের আবেদনপত্র জমা নিচ্ছি। প্রায় ৮০টি আবেদন পত্র এখনও পর্যন্ত জমা পড়েছে। অভ্যন্তরীণ তদন্ত শেষে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকদের ধৈর্য ধরতে অনুরোধ করছি।

    প্রসঙ্গত, গত ৭ আগস্ট থেকে কাকরাজিতের ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র বন্ধ রয়েছে। পরিচালক বেপাত্তা। তাতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। শুক্রবার কেন্দ্রের সামনে গ্রাহকরা ভিড় জমান। পরে খবর পেয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।  তারপরই শিবির করে আবেদনপত্র জমা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে এদিন উত্তেজনা ছড়ায়।
  • Link to this news (বর্তমান)