নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, চোপড়া: ফের নুহ গ্যাংয়ের কায়দায় লাইট অফ করে গ্যাস কাটার দিয়ে এটিএমের ভল্ট কাটার চেষ্টা। ঠিক সেই সময় বাঁশি বাজিয়ে হইচই জুড়ে দেন নৈশপ্রহরী। তাতেই ভেস্তে যায় দুষ্কৃতীদের অপারেশন। এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী দল।
চোপড়ার ব্যস্ততম বাজার এলাকায় তিনমাইল রোড। সেখানেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম রয়েছে। যেখানে রবিবার রাত একটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী একটি গাড়ি নিয়ে আসে। স্থানীয় সূত্রে খবর, এটিএমের পাশের জায়গার লাইট নিভিয়ে দিয়ে দুষ্কৃতীরা হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এটিএম কাউন্টারে। ভাঙার চেষ্টা করে এটিএমের ভল্ট। লুটের চেষ্টার ঘটনা আঁচ করতে পেরে এলাকায় মোতায়েন এক নৈশপ্রহরী বাঁশি বাজাতে থাকেন। সেই শব্দেই আতঙ্কে তড়িঘড়ি রণে ভঙ্গ দিয়ে এটিএম কাউন্টার থেকে বেরিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা।
এদিকে এলাকার কিছু বাসিন্দা রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিস। শুরু করে তল্লাশি। এলাকার অন্যান্য এটিএমে দ্রুত পুলিস পেট্রোলিং শুরু করে। পুলিসের অনুমান, পেশাদার কোনও গ্যাং হানা দিয়েছিল। ভিনরাজ্যের নুহ গ্যাংও হতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, চোপড়ায় মধ্যরাতে এটিএম লুটের চেষ্টা হয়েছে। সেখানকার নাইটগার্ডের তৎপরতায় লুট আটকানো গিয়েছে। পুলিস দলটির খোঁজ চালাতে তদন্তে নেমেছে।
গত মার্চে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ও রায়গঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে একরাতে দু’টি এটিএম কাউন্টার লুট করেছিল দুষ্কৃতীরা। সেসময়ও তদন্তে নুহ গ্যাংয়ের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। সম্প্রতি তাদের হেফাজতে নিয়ে তদন্ত চালিয়েছে রায়গঞ্জ পুলিস। কয়েক মাস যেতে না যেতেই ফের জেলার চোপড়ায় এই হানাদারি। রবিবারের লুটের চেষ্টা রুখে প্রশংসিত নৈশপ্রহরী দীপক বাহাদুর সাই। বলেন, কিছুদিন ধরে রাতে এই বাজার এলাকায় ডিউটি করি। স্থানীয় বাজার কমিটি থেকেই আমাকে রাখা হয়েছে। গভীর রাতে দেখি, এটিএমের সামনে একটা লাইট বন্ধ করে দেয় গাড়িতে করে আসা কয়েকজন। এরপর এটিএমে ঢুকে দুষ্কৃতীরা ভাঙার চেষ্টা চালায়। ওই সময় বাঁশি বাজাতে শুরু করি। কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারও থানায় বিষয়টি জানান। বাঁশির আওয়াজ শুনে দুষ্কৃতীরা পালায়। এরপর স্থানীয় লোকজনও বেরিয়ে আসেন রাস্তায়।
স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক তমাল বিশ্বাস বলেন, কয়েক বছর আগে আমাদের এলাকায় চালের দোকানে লুট হয়েছিল। তারপর এই ঘটনা ঘটল। পুলিসের টহলদারি বাড়ানো উচিত। ঘটনাস্থলে পুলিস। - নিজস্ব চিত্র।