• সাঁতার শেখাতে নিয়ে গিয়ে ডুবন্ত বন্ধুকে ফেলে পালাল দুই সহপাঠী
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: রবিবার বিকেলে আত্রেয়ী ঘাটে পড়ে থাকা স্কুল ব্যাগ, সাইকেল, ফোনের রহস্য উদঘাটন করল পুলিস। বর্ষায় ভরা আত্রেয়ী নদীতে সাঁতার শিখতে গিয়ে হঠাৎ তলিয়ে যায় দ্বাদশ শ্রেণির ছাত্র কৃতিবান বর্মন। সোমবার সকাল থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও তার হদিশ মেলেনি। 

    পুলিস সূত্রে খবর, টিউশনের নাম করে বাড়ি থেকে বেরিয়ে রবিবার বিকেলে সোজা আত্রেয়ীর ঘাটে গিয়েছিল দ্বাদশ শ্রেণির ছাত্র। কথা ছিল, এক বন্ধুর কাছে সাঁতার শিখবে। বালুরঘাটের ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথ মন্দিরের ঘাটে বর্ষার বিকেলে ভরা আত্রেয়ীতে জলে নামে দুই বন্ধু। তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ঘাট থেকে ভিডিও করছিল আরেক বন্ধু। একটু পরেই বিপত্তি। একজন তলিয়ে যেতেই বাকি দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

    ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। ভিডিও’র সূত্র ধরে নিখোঁজের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। এদিকে, কান্নায় ভেঙে পড়েছে কৃতিবানের পরিবার। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেছেন, নিখোঁজ ছাত্রের খোঁজ চলছে। অভিযোগ না হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

    নিখোঁজ ছাত্রের বাবা অজয় বলেন, ছেলে টিউশন পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যায় খবর পাই নদীঘাটে ওর ব্যাগ, সাইকেল ও মোবাইল রয়েছে। পরে একটি ভিডিওয় দেখি, ছেলেকে ওর এক বন্ধু সাঁতার শেখাচ্ছে। আমার অনুমান, সাঁতার শিখতে গিয়ে ছেলে ডুবে গিয়েছে। বন্ধুরা কেন নদীঘাট থেকে পালিয়ে গেল, বুঝতে পারছি না।

    স্থানীয় বাসিন্দা টগরী মহন্ত বলেন, রবিবার নদীঘাটে ব্যাগ ও মোবাইল রাখা দেখেই বুঝতে পারি কেউ হয়তো তলিয়ে গিয়েছে। আমাদের বাড়ি ঘাটের পাশে। ঘটনার সময় কেউ চিত্কারও করেনি। তাহলে আমাদের কানে আসত।

    নিখোঁজ ছাত্রটির এবছর উচ্চমাধ্যমিক দেওয়ার কথা ছিল। শুক্রবার ওই ছাত্র স্কুলে মক টেস্টও দিয়েছিল। তার ব্যাগে সেই প্রশ্নপত্র, আইকার্ড পাওয়া গিয়েছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)