• ইংলিশবাজারের বিএস রোড বেলতলা ক্লাবে এবারের আকর্ষণ আদিবাসী থিম
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • মঙ্গল ঘোষ, মালদহ: দুর্গাপুজোয় মালদহের ইংলিশবাজার শহরের বিএস রোড বেলতলা ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ আদিবাসী থিম। কীভাবে ওই থিম এবং পুজো মণ্ডপ সাজানো হবে, সেসব চমক হিসেবেই রাখতে চান ক্লাব কর্তারা। তাই এখনই পুরো বিষয়টি জনসাধারণের সামনে তুলে ধরতে চাননি। তবে চলতি বছরের থিমের মধ্যে নতুনত্ব থাকবে। প্রতিমা হবে আধুনিক ঘরানার। স্থানীয় এলাকায় আলোকসজ্জা থাকবে। বাজেট আট লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। রবিবার ঘটা করে ওই ক্লাবের খুঁটি পুজো হয়েছে। উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, ইংলিশবাজার পুরসভার কাউন্সিলার গায়েত্রী ঘোষ, উদয় চৌধুরী, সুজিত সাহা সহ অন্যরা। প্রায় তিন দশক আগে ইংলিশবাজার শহরে বেলতলা ক্লাবের প্রতিষ্ঠা হয়। এবার পুজোর ২৯তম বর্ষ। ফি বছর এই পুজোয় পঞ্চমী থেকেই ভিড় উপচে পড়ে। সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষের আশা, গত বছরের এক টুকরো শান্তিনিকেতন থিম দর্শনার্থীদের মন ছুঁয়ে গিয়েছিল। এবারও ব্যতিক্রম হবে না। সবার ভালো লাগবে। ক্লাবের সম্পাদক কৌশিক অধিকারী খুঁটিপুজোয় অংশ নেন। কৌশিকবাবু এবং কাউন্সিলার সুজিত সাহা বলেন, আমাদের ক্লাবের এবার ২৯তম বছরের পুজো। এবারের থিম আদিবাসী। পুরোটা এখনই প্রকাশ করতে চাইছি না।  ফি বছর দর্শনার্থীদের ঢল নামে। এবারও তার ব্যতিক্রম হবে না। দর্শনার্থীরা মণ্ডপে এসে আদিবাসী থিম উপভোগ করতে পারবেন। আমরা পুজোয় একাধিক সামাজিক কাজও করব।  বেলতলা ক্লাবের খুঁটিপুজো। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)