• গায়ে জড়ানো একের পর এক সবুজ প্যাকেট, কিশোরের জামা খুলে কোটি টাকার মাদক উদ্ধার মুর্শিদাবাদে!
    আনন্দবাজার | ১১ আগস্ট ২০২৫
  • অচেনা রাস্তা, অজানা ভয়। হঠাৎ বিপদ সেজে হাজির হল পুলিশ। মুহূর্তের মধ্যে হকচকিয়ে যায় বছর ষোলোর ছেলেটি। আধিকারিকদের চোখ সহজেই উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে থাকা ওই কিশোরকে চিহ্নিত করে। তার পরনের জামা খুলতেই দেখা গায়ে প্লাস্টিকের টেপ দিয়ে মোড়া একাধিক সবুজ রঙের প্যাকেট। হিন্দি ও বাংলা মিশিয়ে ছেলেটি ধরা গলায় জানায় ওগুলো ব্রাউন সুগার! মালদহ থেকে ঝাড়খণ্ডে পৌঁছে দেওয়ার বরাত পেয়েছিল সে।

    পুলিশ সূত্রে খবর, কিশোরের কাছে মেলা প্যাকেটগুলিতে রয়েছে ১ কেজি ব্রাউন সুগার। তার আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি। রবিবার মুর্শিদাবাদের শঙ্করপুরে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে ধরা হয় নাবালককে। সোমবার তাকে বহরমপুরের জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, ওই কিশোরের বাড়ি ঝাড়খণ্ডে। বিহারের একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে সে। মোটা অঙ্কের টাকা দেওয়ার লোভ দেখিয়ে তাকে মাদক পাচারের কাজে ব্যবহার করেন মাদক কারবারিরা।

    জানা গিয়েছে, কালিয়াচক থেকে ঝাড়খণ্ডের ছেলেটি মাদক নিয়ে পৌঁছেছিল মুর্শিদাবাদের ফরাক্কায়। সেখান থেকে ঝাড়খণ্ড এবং পরে বিহার চলে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু ফরাক্কার রাস্তাঘাট না-চেনার কারণে এবং পুলিশ দেখে নাবালক হকচকিয়ে যায়। জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া বলেন, ‘‘গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রবিবার দুপুর নাগাদ ওই কিশোরকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় এক কেজি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।’’

    পুলিশ সূত্রে খবর, গত দু’দিনে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকা থেকে প্রায় ৬০০ গ্রাম হেরোইন-সহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৬৫ লক্ষ টাকা। চলতি বছরে ২৭ জুলাই পর্যন্ত মোট ৭৯টি এনডিপিএস মামলা রুজু হয়েছে। মাদক পাচারের ঘটনায় ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে পুলিশ ৫.৩ কেজি হেরোইন, ৩.২ কেজি ব্রাউন সুগার, প্রায় পঞ্চাশ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ এবং ১,৭৯০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)