মানুষের কাটা পা পড়ে ডায়মন্ড হারবারের রাস্তায়! আতঙ্ক, ফরেন্সিক পরীক্ষায় পাঠাল পুলিশ
আনন্দবাজার | ১১ আগস্ট ২০২৫
ওটা কী? পথচলতি মানুষজন কৌতূহলে থমকে দাঁড়ালেন। থমকে গেল কিছু গাড়িও। পর ক্ষণেই শিউরে উঠলেন সকলেই। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের উস্তি থানার অন্তর্গত একতারা মোড় এলাকায় মানুষের কাটা পা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে চাঞ্চল্য এবং আতঙ্ক।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় পথচলতি কারও কারও নজরে আসে রাস্তার ধারে একটি কাটা পা পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যে ওই খবর ছড়িয়ে যায় এলাকায়। আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় উস্তি থানার পুলিশ। তারা ওই দেহাংশ উদ্ধার করে নিয়ে যায়। কার পা? এই নিয়ে তত ক্ষণে এলাকার মোড়ে মোড়ে, চায়ের দোকানে শুরু হয়ে গিয়েছে চর্চা। নানা জল্পনার মধ্যে কারও কারও অনুমান, কোনও অপরাধমূলক ঘটনা ঘটেছে। দেহ পাচারের সময়ে কোনও ভাবে রাস্তায় পড়ে গিয়েছে কাটা পা। তবে সোমবার প্রাথমিক তদন্তের পর অন্য ইঙ্গিত দিচ্ছে পুলিশ।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জ়োনাল) মিতুনকুমার দে বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি সম্ভবত মেডিক্যাল বর্জ্য বহনকারী কোনও গাড়ি থেকে অসাবধানতার কারণে পড়ে গিয়েছে।’’ তাঁর সংযোজন, ‘‘চিকিৎসা বা অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে নির্দিষ্ট নিয়মে মানবদেহের অংশ নিষ্পত্তি করা হয়। সেই প্রক্রিয়ায় কোথাও কোনও গাফিলতি হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’’
পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, কাটা পা ইচ্ছাকৃত ভাবে ফেলা হয়েছে, না কি সত্যিই অসাবধানতায় রাস্তায় পড়ে গিয়েছে, তা জানতে তদন্ত চলছে। এমন ঘটনা যাতে আর না-ঘটে, তার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সতর্ক করা হবে। অন্য দিকে, আতঙ্কিত এলাকাবাসী পুলিশের কাছে এই ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে কাটা পা ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’’