• দমদমের হোটেল থেকে উদ্ধার বিএসএফ জওয়ানের দেহ, মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য
    এই সময় | ১২ আগস্ট ২০২৫
  • দমদম এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হলো এক বিএসএফ জওয়ানের দেহ। সোমবার রাতে চিনার পার্কের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় ওই জওয়ানের দেহ। খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের এয়ারপোর্ট থানার পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মঙ্গল ঢিল্লান। তিনি বিএসএফের একজন কনস্টেবল। কী কারণে ওই জওয়ানের মৃত্যু হয়েছে তা জানার জন্য, আজ, মঙ্গলবার, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হবে ।

    পুলিশ এবং ওই হোটেল সূত্রে খবর, মঙ্গল ঢিল্লান পাঞ্জাবের সুলতানপুর এলাকার কাপুরথালার বাসিন্দা। চলতি মাসের ৩ তারিখে চিনার পার্কের ওই হোটেলে ওঠেন তিনি।

    জানা গিয়েছে, গত এক মাস থেকে ছুটিতে ছিলেন ওই বিএসএফ কনস্টেবল। চলতি মাসের ৪ তারিখ পুনরায় কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ৫ নম্বর ব্যাটেলিয়ানের দিল্লি হেডকোয়ার্টার সিজিও কমপ্লেক্সে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি কাজে যোগ না দিয়ে ওই হোটেলের ২০৩ নম্বর রুমে ছিলেন তিনি।

    সূত্রের খবর, গত দু'দিন ধরে তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। সোমবার দুপুরে এই নিয়ে সন্দেহ হয় ওই হোটেলের কর্মীদের। এ দিন দুপুরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ বিমানবন্দর থানার সঙ্গে যোগাযোগ করে। পরে এয়ারপোর্ট থানার পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, হোটেলের রুমের মেঝের উপর পড়ে ছিল ওই বিএসএফ কনস্টেবলের দেহ। তাঁর দেহ পচতে শুরু করেছিল। হোটেলের ওই রুমে এসি চালু থাকায় বাইরে থেকে কোনও দুর্গন্ধ পাওয়া যায়নি বলে দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ।

    জানা গিয়েছে, হোটেলের রুম থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মদ্যপানের কারণেই তাঁর মৃত্যু হয়েছে কী না তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন আধিকারিকরা। পাশাপাশি, কাজে যোগ না দিয়ে কেনই তা তিনি ওই হোটেলে ছিলেন তাও জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। ওই কনস্টেবলের দেহ উদ্ধার করা কথা জানানো হয়েছে বিএসএফ আধিকারিকদেরকেও।

  • Link to this news (এই সময়)