• সংবাদ প্রতিদিন ডট ইন-কে কালিমালিপ্ত করার চেষ্টা, লোগো ব্যবহার করে ভুয়ো সংবাদ পরিবেশন
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রতিদিন ডট ইন-কে কালিমালিপ্ত করার চেষ্টা। সংবাদ প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে আপত্তিকর কন্টেন্ট পোস্ট অসাধু চক্রের। ইতিমধ্যেই যা ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তবে ছড়িয়ে পড়া উপরোক্ত এই ছবিগুলো ভুয়ো। সংবাদ প্রতিদিন ডট ইন-এর তরফে পোস্ট করা খবরকে বিকৃত করে তা ব্যবহার করা হয়েছে। যার দায় এই সংবাদ প্রতিষ্ঠানের নয়।

    গত কিছুদিন ধরেই শিরোনামে ভিনরাজ্যে বাঙালি শ্রমিক হেনস্তার খবর। জুলাই মাসে চর্চায় উঠে আসে দিল্লিতে শিশুনিগ্রহের অভিযোগ। রাজ্য সরকারের চেষ্টায় তাঁরা বাংলায় ফেরার পরই সাংবাদিক বৈঠকের আয়োজন করে তৃণমূল। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাশে বসে ঘটনার হাড়হিম বর্ণনা করেন ওই খুদের মা। সেই খবর পরিবেশন করেছিল সংবাদ প্রতিদিন ডট ইন। শিরোনাম ছিল,  ‘জয় শ্রীরাম বলতে চাপ, সন্তানকে মার! দিল্লির শিশুনিগ্রহ কাণ্ডের হাড়হিম বর্ণনা নির্যাতিতার।’

    এদিকে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সেই সময় সহযোগিতার হাত বাড়ান রাহুল গান্ধী। সেই খবরও পরিবেশন করেছিল সংবাদ প্রতিদিন ডট ইন। সমাজমাধ্যমে যার শিরোনাম ছিল, ‘ধস্তাধস্তিতে জ্ঞান হারালেন মহুয়া, সাহায্যের হাত বাড়ালেন রাহুল’।

    কিন্তু অসাধু চক্র পরিকল্পনামাফিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে এই খবরদুটি আপত্তিকর শিরোনাম-সহ সোশাল মিডিয়ায় পোস্ট করে। যেখানে ব্যবহার করা হয়েছে সংবাদ প্রতিষ্ঠানের লোগো। কিন্তু এই ছবি দুটির সঙ্গে সংবাদ প্রতিদিন ডট ইন-এর কোনও যোগ নেই। এগুলো একেবারেই ভুয়ো ও ভিত্তিহীন।
  • Link to this news (প্রতিদিন)