রায়গঞ্জ লোকসভায় হার নিয়ে প্রশ্ন, ‘পরীক্ষীত’ কর্মীদের সামনে এনে এক হয়ে লড়াইয়ের বার্তা অভিষেকের
প্রতিদিন | ১২ আগস্ট ২০২৫
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জে ফল ভালো হয়নি তৃণমূলের। এবার পাখির চোখ বিধানসভা নির্বাচন। তাই সংগঠনকে ঢেলে সাজাতে আরও তৎপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। পুরনো ‘পরীক্ষীত’ কর্মীদের সামনের সারিতে রেখে আরও একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি।
সূত্রের খবর, অভিষেক জেলা নেতৃত্বকে বলেন, “পুরনো, ডেডিকেটেড কর্মীদের সামনে নিয়ে আসুন। যাঁরা দিনের পর দিন তৃণমূলের হয়ে কাজ করছেন তাঁদের গুরুত্ব দিন।” এছাড়া দলীয় নেতৃত্বকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে বুথে বুথে অন্তত দু’টি করে সভা করার নির্দেশ দেন। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আরও জোরদার প্রচারের নির্দেশও দেন অভিষেক। এনআরসি বিরোধী প্রচার আরও জোরদার করতে হবে। সুর চড়াতে হবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। বিজেপি জেলায় যেসব বুথে জিতেছে, সেখানে গিয়ে আবাসের টাকা দেওয়া হচ্ছে না বলে প্রচার করার নির্দেশও দেন।
স্বল্প ভোটে গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রটি হাতছাড়া হয় তৃণমূলের। তা নিয়েও এদিন প্রশ্ন করেন অভিষেক। বলে রাখা ভালো, লোকসভা ভোটের নিরিখে ১৯৬২ থেকে ১৯৭৭ পর্যন্ত কংগ্রেস জিতেছে রায়গঞ্জে। প্রিয়রঞ্জন দাসমুন্সি ও দীপা দাসমুন্সির গড় হিসেবে পরিচিত রায়গঞ্জে ২০১৪ সালে যখন মহম্মদ সেলিম জিতলেন, মনে করা হয়েছিল উত্তরে অক্সিজেন পাবে বাম সংগঠন। ৫৭ বছরের ইতিহাস ওলটপালট করে ২০১৯ সালের ভোটে জেতেন বিজেপির দেবশ্রী চৌধুরী। চব্বিশের লোকসভায় এই কেন্দ্রে আবার ফোটে পদ্ম। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জ এবং করণদিঘি বিধানসভার বুথ স্তরে বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেন অভিষেক। দলীয় স্তরে রদবদলেরও নাকি ইঙ্গিত দেন তিনি।