বেতের আঘাতে জখম চতুর্থ শ্রেণীর পড়ুয়া, প্রতিবাদে স্কুল শিক্ষিকার বদলির দাবি
বর্তমান | ১২ আগস্ট ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: স্কুলের শিক্ষিকাকে বদলি করতে হবে। এই দাবি তুলে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির পদমতি লস্করপাড়া আর আর প্রাইমারি স্কুলে। স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার স্কুলের এক শিক্ষিকার বেতের আঘাতে জখম হয়েছে চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া।এই বিষয়কে কেন্দ্র করেই আজ, সোমবার বিক্ষোভ দেখান গ্রামবাসী এবং ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। খবর পেয়ে ছুটে আসে ভোট পট্টি ফাঁড়ির পুলিস কর্মীরা। এছাড়া আসেন অবর বিদ্যালয় পরিদর্শক বিবেকানন্দ বর্মনও। স্কুল পরিদর্শকের কাছে পুরো বিষয়টি বিস্তারিত ভাবে জানিয়ে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্কুল পরিদর্শক।