• চিকিৎসকের বাড়িতে পুলিসের হানা, গোপন কুঠুরি থেকে উদ্ধার প্রচুর নিষিদ্ধ কাফসিরাপ
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে জয়গাঁ থানার পুলিসের অভিযান অব্যাহত। গতকাল, রবিবার মধ্যরাতে জয়গাঁ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুলিস এক দন্ত চিকিৎসকের বাড়িতে হানা দেয়। ওই বাড়ির শৌচাগার থেকে ৩২৫টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল উদ্ধার হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দন্ত চিকিৎসক বিধান বিশ্বাস এবং তাঁর স্ত্রী মমতাকে। এই ঘটনার জেরে জয়গাঁ শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।গোপন সূত্রে পুলিস জানতে পারে ওই চিকিৎসক বাড়িতে চেম্বার চালানোর আড়ালে নিষিদ্ধ মাদকের কারবার করছেন। এই অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিস গত ৬ মাস ধরে ওই দন্ত চিকিৎসকের চেম্বারে নজর রাখছিল। এরপর গতকাল অর্থাৎ রবিবার খবর মিলতেই এসআই মিংমা শেরপার নেতৃত্বে জয়গাঁ থানার পুলিসের একটি বিশেষ টিম মধ্যরাতে ওই চিকিৎসকের বাড়িতে হানা দেয়। তল্লাশির সময় বাড়ির শৌচাগারে গোপন কুঠুরির সন্ধান পাওয়া যায়। সেখানে থরে থরে কাফ সিরাপের বোতল সাজানো দেখে কার্যত তাজ্জব হয়ে যান পুলিস কর্মীরা। উদ্ধার হয় ৩২৫টি কাফ সিরাপের বোতল। তারপরই চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিস। জয়গাঁ থানার আইসি পালজোর শেরিং ভুটিয়া বলেন, এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ, সোমবার অভিযুক্ত চিকিৎসক দম্পতিকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)