• অভিযানের নামে তোলা আদায়, নয়ডায় বেআইনি ‘থানা’র পর্দাফাঁস, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী...
    আজকাল | ১২ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো দূতাবাসের পর ভুয়ো থানা। নয়ডা পুলিশ হদিশ পেল আস্ত একটি ভুয়ো থানার। নয়ডা পুলিশ আন্তর্জাতিক পুলিশ ও অপরাধ তদন্ত ব্যুরোর নামে একটি ভুয়ো অফিস পরিচালনা করে জনসাধারণকে বিভ্রান্ত করার, সরকারি কর্তাদের ছদ্মবেশে কাজ করার এবং জাল নথি, জাল পরিচয়পত্র এবং পুলিশে প্রতীক ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী।

    পুলিশ সূত্রে খবর, এই চক্রটি জনসেবক হিসেবে নিজেদের পরিচয় দিত, তাদের ওয়েবসাইট www.intlpcrib.in এর মাধ্যমে অনুদান সংগ্রহ করত। নিজেদের বৈধ প্রমাণ করার জন্য অনলাইনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদর্শন করত।

    পুলিশ জানিয়েছে যে, চক্রটি নয়ডার ফেজ-৩ এলাকায় ভুয়ো অফিসটি স্থাপন করেছিল। একটি আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়েছিল। তাঁরা জাল নথি, জাল পরিচয়পত্র এবং পুলিশের প্রতীক ব্যবহার করে জনগণের মধ্যে বিশ্বাস তৈরি করেছিল। এই দলটি www.intlpcrib.in নামে একটি ওয়েবসাইটও চালাত যার মাধ্যমে তারা সন্দেহাতীত ব্যক্তিদের কাছ থেকে ‘অনুদান’ আদায় করত। বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেট দেখিয়ে সকলকে বোকা বানাত।

    সম্প্রতি প্রতিষ্ঠিত অফিসটি তার নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়। পুলিশ অফিসটি থেকে প্রচুর পরিমাণে জাল পরিচয়পত্র, নথি, পাসবুক এবং চেকবুক উদ্ধার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন যে এই অফিসটির সম্প্রতি গাজিয়াবাদের জাল দূতাবাস মামলার সঙ্গে মিল রয়েছে। 

    ডিসিপি শক্তি মোহন অবস্থি বলেন, অভিযুক্তরা নিজেদেরকে ‘আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত সংস্থার’ অংশ বলে দাবি করেছে। নথি যাচাই বা জিজ্ঞাসাবাদের অজুহাতে লোকজনের সঙ্গে যোগাযোগ করত। তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে তাদের কাছে জাল স্ট্যাম্প, লেটারহেড এবং বিভিন্ন সরকারি প্রতীকের প্রতিলিপি রয়েছে।”

    জাল থানা চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। গ্রেপ্তার করা হয়েছে তাঁর ছেলে অর্ঘ্য অধিকারীকেও। এছাড়াও বাবুলচন্দ্র মণ্ডল, পিন্টু পাল, সমাপদ মাল, আশিস কুমার সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ (বর্তমানে জামিনে মুক্ত) গ্রেফতার হওয়ার পর বীরভূমের বিভাসের নাম উঠে এসেছিল। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর তৃণমূল ছেড়ে দেন তিনি। 

    এর পরেই ২০২৩-এর ১৬ এপ্রিল ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামে একটি নতুন দল তৈরি করেন বিভাস।  ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি নির্বাচনেও দাঁড়িয়েছিলেন বলে জানা যায় কিন্তু জয়ী হতে পারেননি। আর তারপরেই তিনি একটি ভুয়ো সংস্থা ‘ইন্টারন্যাশনাল পুলিশ এবং ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’ গঠন করেন। যার একটি শাখা তৈরি হয় কলকাতার বেলেঘাটা অঞ্চলে। অফিসটি বেলেঘাটা থানার এক কিলোমিটার এর মধ্যে এবং ফুলবাগান থানার সাড়ে সাতশো মিটারের মধ্যে। 

    স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, এই অফিসটি তৈরি করা হয়েছিল ৪০ হাজার টাকা ভাড়ার বিনিময়ে বেলেঘাটায়। নীল বাতিওয়ালা গাড়ি এসেই দাঁড়াতো এবং সঙ্গে থাকতো একাধিক দেহরক্ষী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই অফিস এখানে চলছিল বহুদিন ধরে। বিভাস অধিকারীকেও দেখা গিয়েছে একাধিকবার নীল বাতিওয়ালা গাড়ি থেকে নামতে। স্থানীয়দের দাবি, পুলিশ নামের ব্যবহারের কারণে এবং নীলবাতির গাড়ির দেখে কেউ কিছুই বলার সাহস পাননি।
  • Link to this news (আজকাল)