হুমায়ুনের ক্ষোভ মেটালেন অভিষেক,নতুন রাজনৈতিক দল তৈরির পরিকল্পনা আপাতত স্থগিত রাখলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক...
আজকাল | ১২ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর নতুন রাজনৈতিক দল তৈরি করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে দলীয় প্রস্তুতি এবং সংগঠন পরিচালনা নিয়ে সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলের বহরমপুর- মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্ব এবং শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে কলকাতার ক্যামাক স্ট্রিটে তাঁর অফিসে দীর্ঘ বৈঠক করেন। তৃণমূল সূত্রের খবর, অভিষেক ব্যানার্জি এদিন বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা কথা বলেন। অভিষেক ব্যানার্জিকে সামনে পেয়ে সাংগঠনিক জেলার বিধায়করা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তবে আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক বিধায়ক জানিয়েছেন।
গত ৭ তারিখে জঙ্গিপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে অভিষেক ব্যানার্জির বৈঠকের কথা থাকলেও ওই দিন তিনি দিল্লি চলে যাওয়ায় সেই বৈঠক আপাতত পিছিয়ে গিয়েছে।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর , ভরতপুর ১ এবং ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিদের পরিবর্তনের দাবি জানিয়েছেন। হুমায়ুনের অভিযোগ ছিল এই দুই ব্লক সভাপতি তাঁর নির্দেশ মেনে কাজ করেন না। দলের শীর্ষ নেতৃত্বকে বারবার এই দুই ব্লক সভাপতিকে পরিবর্তন করার কথা বলে কাজ না হওয়ায় সম্প্রতি 'হতাশ' হুমায়ুন ঘোষণা করেছিলেন আগস্ট মাসের ১৫ তারিখের পর তিনি নতুন একটি রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করতে পারেন। তাঁর সম্ভাব্য রাজনৈতিক দল রাজ্যের কোন্ কোন্ আসনে প্রতিদ্বন্দিতা করবে হুমায়ুন তাও ঘোষণা করে দিয়েছিলেন।
তবে সোমবার অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর হুমায়ুনের ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে বলেই দলীয় সূত্রের খবর। সূত্রের খবর আজকের বৈঠকে হুমায়ুন এবং আরও কয়েকজন তৃণমূল বিধায়ক অভিষেকের কাছে নিজেদের এলাকার ব্লক সভাপতি এবং সংগঠনে অন্য কিছু পরিবর্তনের দাবি জানিয়েছেন।
এর পাশাপাশি হুমায়ুনকে সংবাদ মাধ্যমে অতিরিক্ত মুখ খুলতে এবং কোনও রকম সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতেও অভিষেক নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
এদিনের বৈঠকে উপস্থিত এক তৃণমূল বিধায়ক জানান, অভিষেক ব্যানার্জি সমস্ত বিধায়কদের নির্দেশ দিয়েছেন নিজেদের এলাকায় দলের মধ্যে যাতে গোষ্ঠী কোন্দল না থাকে তা সুনিশ্চিত করতে। এর পাশাপাশি তিনি এবং সুব্রত বক্সী সমস্ত নেতৃত্বকে নিজেদের মধ্যে সমন্বয়ে রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন বলেও ওই বিধায়ক জানান। এছাড়াও রাজ্য সরকারের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি সফল করার জন্য প্রত্যেককে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদে খুব শীঘ্রই কয়েকটি জায়গায় দলের ব্লক সভাপতি এবং অন্য কিছু গুরুত্বপূর্ন পরিবর্তন হবে বলেও এদিন অভিষেক ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন বলে জানা যায়।
এদিনের বৈঠক নিয়ে মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাকে সংবাদ মাধ্যমে মুখ খুলতে নিষেধ করেছেন। তাই আজকের বৈঠক নিয়ে আমি কোনও কথাই বলবো না।'
তবে হুমায়ুনের ঘনিষ্ঠ সূত্রের খবর, বৈঠক শেষে তিনি জানিয়েছেন দলে যেহেতু তাঁর সাংগঠনিক কোনও পদ নেই তাই নতুন করে তাঁর আর হারানোর কিছু নেই। সূত্রের খবর এদিনের বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব হুমায়ুনের দাবিগুলি গুরুত্ব সহকারে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। আর তাতেই ফের একবার দলের শীর্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেছেন হুমায়ুন নিজেও। তিনি জানিয়েছেন,' আজকের বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। আমি অভিষেক ব্যানার্জির উপর সম্পূর্ণ ভরসা রাখছি।'
দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন,' দলের শীর্ষ নেতৃত্ব 'এসআইআর' এবং অন্য কিছু সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছেন। আজকের বৈঠকে কেউ কারুর বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য করেননি। আমরা একসঙ্গে কাজ করে আগামী বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করব।'