• প্রয়াত হলেন বাম জমানার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা, বয়স হয়েছিল ৯১ বছর...
    আজকাল | ১২ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা। সোমবার চুঁচুড়ায় তার নিজস্ব বাসভবন ‘কুঁড়েঘর’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অকৃতদার কৃপাসিন্ধু সাহার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। ১৯৬৭ সাল এবং ১৯৬৯ সালে তিনি ধনিয়াখালি বিধানসভা থেকে জেতেন। এরপর কৃপাসিন্ধু টানা আটবার ধনিয়াখালি বিধানসভা থেকে বিধায়ক নির্বচিত হয়েছিলেন। ২০০১ সালে শেষবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।

    ২০০২ থেকে ২০০৬ সাল অবধি বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরসভার চেয়ারম্যান অমিত রায়, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ, ফরোয়ার্ড ব্লকের জেলা চেয়ারম্যান সুনীল সাহা। কৃপাসিন্ধু সাহা হুগলি জেলা ফরোয়ার্ড ব্লকের ডেপুটি চেয়ারম্যানও ছিলেন। নেতাজির আদর্শে বড় হয়েছেন, সেই আদর্শ মেনেই রাজনীতি করতেন তিনি। দলমত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল।

    উল্লেখ্য, এক বছর আগে ৮ আগস্ট মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ। তিনি ছিলেন প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র। কলকাতায় জন্ম হলেও বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বপুরুষদের আদি বাড়ি ছিল বাংলাদেশে। স্কুল জীবনে তিনি ছিলেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের ছাত্র। পরবর্তী সময়ে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে বিএ পাস করেন তিনি। যোগ দেন শিক্ষক হিসেবে একটি সরকারি স্কুলে। ১৯৬৬ সালে সিপিএম দলে প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন বুদ্ধদেব ভট্টাচার্য। নিয়মিতভাবে অংশগ্রহণ করেন খাদ্য আন্দোলন–সহ দলের নানা কর্মসূচিতে। ছিলেন দলের যুব শাখা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্পাদক। 

     প্রথমবার বিধানসভায় জিতেই বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী হয়েছিলেন। তথ্য ও জনসংযোগ দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি ১৯৭৭ থেকে ১৯৮২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৮৪–তে আমন্ত্রিত হিসেবে হলেও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তি হয় ১৯৮৫ সালে। ২০০২ সালে তিনি পলিটব্যুরোর সদস্য নির্বাচিত হন। বামফ্রন্ট মন্ত্রিসভায় দ্বিতীয়বারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য আসেন ১৯৮৭ সালে। তথ্য ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী হিসেবে। সাময়িকভাবে সামাল দিয়েছেন নগরোন্নয়ন ও পর্যটন বিভাগও। এরপর ১৯৯৩ সালে মতবিরোধের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও কয়েকমাস পরে ফের বুদ্ধদেব ভট্টচার্যকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয়। ১৯৯৬ সালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য।
  • Link to this news (আজকাল)