• থানায় জড়ো হয়ে বিক্ষোভ সিভিক ভলান্টিয়ারদের, হঠাৎ কী ঘটল শিলিগুড়িতে?
    এই সময় | ১২ আগস্ট ২০২৫
  • সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ। সোমবার বিকেলে ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখালেন এলাকার কর্মরত সিভিক ভলান্টিয়াররা। অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

    ঘটনার সূত্রপাত রবিবার। সেবক রোডে দুই গাড়িচালকের বাদানুবাদ থামাতে যান এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, সেখানেই এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয়। ওই সিভিক ভলান্টিয়ার রবি রায় বলেন, ‘রবিবার রাতে সেবক রোডে কর্মরত ছিলাম। সেই সময়ে রাস্তায় দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ওঁরা রাস্তার মধ্যে ঝামেলা শুরু করেন। ঝামেলা দেখে আমি এগিয়ে যেতেই ওঁদের মধ্যে একদল আমাকে গালিগালাজ করতে শুরু করে। পোশাক ছিঁড়ে দেওয়া হয়, বেধড়ক মারধর করা হয় আমাকে।’

    যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাদানুবাদে জড়িয়ে পড়া এক গাড়ির মালিক আইনজীবী প্রজ্ঞাদীপ্ত রায়। তাঁর বক্তব্য, ‘একটি গাড়ি আমাদের গাড়ি এবং একটি বাইকে ধাক্কা মারে। আমরা বিষয়টি পুলিশকে জানাতে গেলে পুলিশ থানায় গিয়ে ঝামেলা মিটমাট করে নিতে বলে। এই কথা শুনে আমার স্ত্রী ভিডিয়ো করতে শুরু করলে সিভিক ভলেন্টিয়ার আমার স্ত্রীকে হেনস্থা করেন।’ ঝামেলা শুরু হতেই প্রজ্ঞাদীপ্তর পরিচিত অনেকে ঘটনাস্থলে চলে আসেন। ঝামেলা বাড়তে থাকে। শুরু হয় পথ অবরোধ। প্রায় চার ঘণ্টা পথ অবরোধ করে রাখা হয়।

    ঘটনায় ওই আইনজীবীর বিরুদ্ধেই মতপ্রকাশ করেছেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয় শঙ্কর মালাকার। উদয়ের বক্তব্য, ‘রাস্তায় দাঁড়িয়ে এরকম আচরণ করা কখনওই সমর্থনযোগ্য নয়। যদি সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ কোনও অন্যায় করে থাকে, তার জন্য অভিযোগ করা যেতে পারত। রাস্তায় দাঁড়িয়ে জনবহুল পথ অবরোধ করা অথবা সিভিককে শারীরিক হেনস্থা করা সঠিক হয়নি।’

    শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (ডিসিপি) ইস্ট রাকেশ সিং বলেছেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।’ ইতিমধ্যেই পুলিশের তরফে ভাইরাল হওয়া ভিডিয়ো সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

  • Link to this news (এই সময়)