সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভয়ার মৃত্যুর একবছর পর পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে জারি রাজনৈতিক তরজা। শনিবার বিজেপি নেতাদের সঙ্গে আন্দোলনে শামিল হয়ে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল অভয়া পরিবারকে। পার্ক স্ট্রিটে পুলিশি ব্যারিকেড পেরতে গিয়ে আহত হন অভয়ার মা। তাঁর আহত হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নাকি কুণাল ঘোষের মাধ্যমে হাতে পেয়েছেন অভয়ার বাবা। আর তারপর তিনি সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, ”কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিজিওতে।” তাঁদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েই এবার তাঁর উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশাল মিডিয়ায় তাঁর বক্তব্য, ”আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার।”
সোমবার নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষের বক্তব্য, ‘সিবিআই টাকা খেয়েছে। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিজিওতে।”- বললেন অভয়ার বাবা। মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন্ তথ্যে? আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে, আমি আইনে লড়াই করছি, আর আমি যাব অভয়া মামলা ‘সেটল’ করতে? আর সিবিআই এসব করবে? সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান।’
তৃণমূলের দাবি, ওইদিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালীন বিজেপি নেতা কৌস্তভ বাগচী সংবাদমাধ্যমের প্রচার পেতে অভয়ার মাকে ধাক্কা দিয়েছেন। তাতেই আহত হন তিনি। ভর্তি করতে হয় হাসপাতালে। এরপর অভয়ার বাবা দাবি করেন, আহত হওয়ার ওই ভিডিওটি কুণাল ঘোষ তাঁকে পাঠিয়েছিলেন। রবিবারই তাঁর এহেন মন্তব্য শুনে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ পালটা জানান, তিনিই ভিডিওটি পাঠিয়েছিলেন, একথা ঠিক। কিন্তু অভয়ার বাবাই সেই ভিডিও চেয়েছিলেন তাঁর কাছে, তাই তিনি পাঠান। সেকথা বারবার স্পষ্ট করেছেন কুণাল ঘোষ। আর সোমবার সোশাল মিডিয়ায় পোস্ট করে অভয়ার বাবার মন্তব্যে তাঁকে কার্যত কড়া বার্তা দিলেন।