রূপায়ণ গঙ্গোপাধ্যায়: চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফর পিছিয়ে গেল। সূত্রের খবর, নির্ধারিত দিন থেকে দু’দিন পর আসতে পারেন মোদি। তবে বিজেপি সূত্রে এখনও তাঁর সফরসূচি নিশ্চিত করা হয়নি। দমদম সেন্ট্রাল জেলের মাঠে জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। মেট্রো প্রকল্পের একটি কাজের উদ্বোধন করার কথা তাঁর। সেইসঙ্গে একই মাঠে একটি জনসভাও করবেন মোদি। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর এমনই। তবে বঙ্গে মোদির সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হওয়ার অপেক্ষা।
সূত্রের খবর, আগামী ২০ আগস্ট বঙ্গে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। পরিবর্তিত সূচি অনুযায়ী, তিনি ২২ তারিখ আসবেন। যদিও তা সূত্রের খবর। মোদির সফরের দিনবদল নিয়ে এখনও বঙ্গ বিজেপি সূত্র কিছু নিশ্চিত করেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মত, ২১ আগস্ট পর্যন্ত সংসদে অধিবেশন চলবে। তাতে ব্যস্ত থাকতে পারেন মোদি। তাই তা শেষের পরই বঙ্গে আসতে চান মোদি। ওইদিনই তিনি জোড়া কর্মসূচিতে যোগ দেবেন। একদিকে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটের উদ্বোধন করবেন মোদি। দমদম সেন্ট্রাল জেলের মাঠে একটি জনসভাও করবেন।
বছর পেরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তাকে পাখির চোখ করে এখন থেকেই বকলমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। মাস দুয়েকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’বার ঘুরে গিয়েছেন বঙ্গে। আলিপুরদুয়ার ও দুর্গাপুর ? উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে দুটি জনসভা করেছেন। ছাব্বিশের ভোটে বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গ বিজেপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে গিয়েছেন অমিত শাহও। মাস খানেক কাটতে না কাটতেই ফের আগামী সপ্তাহে আসছেন মোদি। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হওয়ার অপেক্ষা।