রহস্যজনকভাবে রাজ্য সড়কের পাশে পড়ে কাটা পা! প্রবল শোরগোল উস্তিতে
প্রতিদিন | ১১ আগস্ট ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: হাসপাতালে অস্ত্রোপচারে বাদ পড়া পা লোকালয়ে! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকায়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, “কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার সরাচিতে রাজ্য সড়কের পাশেই একটি কাটা পা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যান্ডেজ করা ছিল সেটি। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নানাধরণের উড়ো খবর ছড়াতে শুরু করে। যা আতঙ্কের সৃষ্টি করে এলাকায়। বিষয়টি জানামাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করে কাটা পা-টি। শুরু হয় তদন্ত।
ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে জানান, তদন্তে নেমে পুলিশ ওই পায়ের সঙ্গে লেগে থাকা একটি ট্যাগ দেখতে পায়। সেই ট্যাগে লেখা নম্বরের ভিত্তিতেই পুলিশ অনুমান করে, পা-টি হাসপাতালে অপারেশনের পর বাদ দেওয়া। এবিষয়ে চিকিৎসকদের পরামর্শও দেন তদন্তকারীরা। তাতে জানা যায়, মগরাহাটের ধামুয়ায় এক বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা হাসপাতাল থেকে বিভিন্ন আবর্জনা নিয়ে এসে একজায়গায় ফেলত। অনুমান, ওই সংস্থাই গাড়িতে বর্জ্য নিয়ে যাওয়ার সময় কোনওভাবে পা-টি রাস্তায় পড়ে যায়। কিন্তু কোন হাসপাতাল থেকে এই পা-টি আবর্জনার গাড়িতে তোলা হয়েছিল, তা এখনও জানা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া ওই পা-টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কাদের গাফিলতিতে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।