• তারকেশ্বরে ঘুরতে এসে মৃত্যু পুণ্যার্থীর
    দৈনিক স্টেটসম্যান | ১১ আগস্ট ২০২৫
  • শ্রাবণের শেষ সোমবারে তারকেশ্বর মন্দির চত্বরে মহাদেবের মাথায় জল ঢালার আগেই মৃত্যু হল এক পুণ্যার্থীর। মৃতের নাম অমিত পাকড়ে (৩৫)। তিনি হাওড়ার বালির বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ১০ জন বন্ধুর সঙ্গে শেওড়াফুলি নিমাই তীর্থঘাট থেকে গঙ্গার জল সংগ্রহ করেন অমিত। সেখান থেকে বাইকে করে তাঁরা রওনা দেন তারকেশ্বর মন্দিরের উদ্দেশে। মাঝপথে হরিপালে টিফিন সারার পর যখন তাঁরা বাজিতপুর চৌমাথা এলাকায় পৌঁছন, তখনই হঠাৎ অমিত পাকড়ে অসুস্থ হয়ে পড়েন।

    সঙ্গীরা দ্রুত তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা কিছুক্ষণের মধ্যেই তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে এই আকস্মিক মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণ অনুমান করলেও ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনার পর মৃতের পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অমিতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি অত্যন্ত ভক্তিপূর্ণ মন নিয়ে প্রতিবছরই শ্রাবণ মাসে তারকেশ্বর আসতেন। কিন্তু এবার আর মহাদেবের মাথায় জল ঢালা হল না তাঁর।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও শ্রাবণের শেষ সোমবারে তারকেশ্বরে ভক্তদের ঢল নামে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থী ভিড় জমান মন্দির চত্বরে। সেই ভিড়ের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। তারকেশ্বর থানার এক আধিকারিক জানান, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। তবে ব্যক্তিগত অসুস্থতা থাকলে সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)