সংবাদদাতা, উলুবেড়িয়া: গত বছর ১২ এপ্রিল চেঙ্গাইলের কলাবাগানে স্থানীয় যুবক বাপন মান্না নামে এক যুবককে খুন হন। সেই ঘটনায় অভিযুক্ত আকাশ জানাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল উলুবেড়িয়া আদালত। আজ, সোমবার উলুবেড়িয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (১) অনির্বাণ চৌধুরী এই সাজা ঘোষণা করেন। জানা গিয়েছে, ঘটনার দিন বাপন ও তার দাদা লক্ষন মান্না বাইকে চেপে যাওয়ার সময় চেঙ্গাইলের কলাবাগানের কাছে একটি বচসা দেখে তাঁরা থামেন। এরপর তাঁরা বচসা থামাতে গেলে সেখানে থাকা আকাশ ও সাগরের সঙ্গে বাপন-লক্ষ্মণের ঝামেলা বেধে যায়। শেষে বাপনরা সেখান থেকে চলে যান। অভিযোগ, এরপর রাত ১টা নাগাদ বাপনরা বাড়ি ফেরার সময় তাঁদের উপর চড়াও হয় আকাশরা। বাপনকে বাইক থেকে নামিয়ে ছুরি দিয়ে কোপানোর পর পালিয়ে যায় অভিযুক্তরা। পরে বাপনকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। বাপনের পরিজনরা আকাশ ও সাগরের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পরের দিন পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়। মামলার ৯০ দিনের মাথায় পুলিস চার্জশিট পেশ করে। এরপর গত শুক্রবার দু’জনকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক সাগরকে বেকসুর খালাস করে দিলেও আকাশকে দোষী সাব্যস্ত করে। এরপর আজ, সোমবার আকাশের সাজা ঘোষণা করা হয়।