• স্কুলে পড়ুয়া মাত্র ৭ জন, হাল বেহাল উত্তর খাগড়াবাড়ি রেলগেট মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: বেহাল পরিস্থিতিতে দিন কাটছে ময়নাগুড়ির উত্তর খাগড়াবাড়ি রেলগেট মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের। স্কুল প্রাঙ্গনে চড়ে বেড়ার্ছে গোরু! আসলে এই স্কুলে পড়ুয়া রয়েছে মাত্র সাতজন। অন্যদিকে, শিক্ষক রয়েছেন তিনজন। মিড ডে মিলের ঘরের অবস্থার হালও বেহাল।সোমবার দেখা গেল এই শিশু শিক্ষা কেন্দ্রে এসেছে একজন পড়ুয়া। স্কুলের শিক্ষকেরাও দুটোর আগেই স্কুল বন্ধ করে চলে গিয়েছেন বাড়ি! এলাকাবাসীদের অভিযোগ প্রায়শই শিক্ষকেরা দুপুর একটা বা দুটোর দিকে বাড়ি চলে যান। টিআইসি সুপ্রিয় চক্রবর্তী বলেন, “ছাত্র-ছাত্রী একেবারেই যেদিন কম আসে সেদিন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিই। অন্যদিন কিন্তু ছাত্র-ছাত্রী এলে আমরা থাকি। আসলে আমাদের শিশু শিক্ষা কেন্দ্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে মাত্র সাত জন পড়ুয়া রয়েছে।”
  • Link to this news (বর্তমান)