• বেহালায় মোট্রোর গার্ডওয়ালে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ১০
    আজ তক | ১১ আগস্ট ২০২৫
  • সপ্তাহের প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনা। সোমবার দুপুর ১টা নাগাদ বেহালায় ঘটে গেল ভয়াবহ বাস অ্যাক্সিডেন্ট। ১২ সি রুটের একটি বেসরকারি বাস আচমকাই মেট্রোরেলের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তের মধ্যে বাসের ভেতর ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসে থাকা যাত্রীদের মধ্যে ১০ জন আহত হন। প্রত্যেককে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর বাসটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এই দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বাসের গতি যথেষ্ট বেশি ছিল। হঠাতই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে। জোর ধাক্কায় সামনের কাঁচ ভেঙে যায়। একাধিক যাত্রী সিট থেকে ছিটকে পড়েন।

    উল্লেখযোগ্য, এর ঠিক একদিন আগেই রবিবার শহরে আরেকটি বাস দুর্ঘটনা আতঙ্ক ছড়িয়েছিল। সেদিন কলকাতা বিমানবন্দরের কাছে চলন্ত সরকারি বাসে আচমকাই অগ্নিকাণ্ড ঘটে। বাসে তখন ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। কলকাতার দিকে আসছিল বাসটি। এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ের কাছে হঠাৎই বাসে দাউদাউ করে আগুন ধরে যায়।

    চালক এবং কন্ডাক্টর দ্রুত বুদ্ধি খাটিয়ে বাস থামিয়ে দেন। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২টি ইঞ্জিন। দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও অগ্নিকাণ্ডে বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যাত্রীদের মধ্যে।

    দুই দিনের মধ্যে দু'টি বাস দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে নিত্যযাত্রীদের। সোমবারের বেহালার দুর্ঘটনায় বহু মানুষই প্রশ্ন তুলছেন শহরের গণপরিবহনের নিরাপত্তা নিয়ে। বিশেষত, ব্যস্ত সময়ে অতিরিক্ত যাত্রী বোঝাই, রক্ষণাবেক্ষণহীন বাস এবং চালকের অসাবধানতা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

    বেহালার ঘটনায় পুলিশ জানিয়েছে, বাস চালক ও আহতদের বয়ান নেওয়া হবে। পাশাপাশি, মেট্রোরেলের গার্ডওয়ালে ধাক্কা লাগার পর কতটা ক্ষতি হয়েছে, তাও খতিয়ে দেখা হবে। এই ঘটনার জেরে দুর্ঘটনাস্থলের আশপাশের রাস্তায় যানজট তৈরি হয়। 

    কলকাতায় একের পর এক বাস দুর্ঘটনা শহরের ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। যাত্রীদের দাবি, রাস্তায় সরকারি ও বেসরকারি বাসের ওপর নজরদারি আরও বাড়ানো হোক। বিশেষজ্ঞদের মত, চালকদের অসাবধানতা ও অতিরিক্ত গতির কারণেও দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সোমবারের বেহালা দুর্ঘটনা সেই আশঙ্কাকেই ফের একবার সত্যি প্রমাণ করল।
  • Link to this news (আজ তক)