• বাংলায় ফের বৃষ্টির ভেল্কি? কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জানুন আপডেট...
    আজকাল | ১১ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহের শেষ দিক থেকে বৃষ্টি কিছুটা ধরেছে। বেড়েছে ভ্যাপসা গরম। অস্বস্তিতে জেরবার অবস্থা। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে বঙ্গের আবহাওয়া কেমন থাকবে, ফের বৃষ্টি হবে, নাকি ভ্যাপসা গরম? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে উত্তরবঙ্গের কাছেই অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে হু হু করে। এর জেরেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু, দক্ষিণের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় (সোম ও মঙ্গলবার) তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

    এর মধ্যেই আবার আগামী বুধবার উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: দিল্লির ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এই অক্ষরেখা ভাতিণ্ডা, রোহতক, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে ক্রমশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে আজ থেকে শুরু হওয়া নয়া সপ্তাহে বাংলায়  বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। ভিজবে দক্ষিণের জেলাগুলি। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

    দক্ষিণবঙ্গের কোন জেলার কেমন আবহাওয়া?সোমবার (১১ অগাস্ট. ২০২৫) দক্ষিণবঙ্গের সব জেলার  কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাই কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। 

    মঙ্গলবার নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

     বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়  বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। 

    বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। 

    আবহাওয়া দফতরের তজানিয়েছে, স্থানীয়ভাবে সৃষ্ট বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হওয়ার হবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

    উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, আজ আগামী ২-৩ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের সাত জেলায় (দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বয়ে যাবে প্রবল বেগে দমকা হাওয়া। 

    কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:তিলোত্তমা মহানগরীতে সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই মহানগরীতে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াচ্ছে। আপাতত কলকাতা শহরেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 
  • Link to this news (আজকাল)