• ভরসন্ধ্যায় রাস্তার পাশে পড়ে কাটা পা, আতঙ্কে কাঁটা স্থানীয়রা
    এই সময় | ১১ আগস্ট ২০২৫
  • সন্ধ্যায় রাস্তায় হাঁটতে বেরিয়ে আঁতকে উঠলেন এলাকার লোকজন। রাস্তার পাশে পড়ে রয়েছে মানুষের কাটা পা। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকায় একতারা মোড়ের ঘটনা। খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাটা পা উদ্ধার করে উস্তি থানার পুলিশ।

    অপরাধমূলক ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কিনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। প্রাথমিক তদন্তে অবশ্য অন্য ইঙ্গিত মিলেছে। ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে জানান, রাজ্য সড়কের একেবারে পাশেই কাটা পা পড়েছিল। ঘটনাস্থল থেকে কাটা পায়ের সঙ্গে স্টিকার পাওয়া গিয়েছে, সেখানে একটি নম্বর ছিল। তা দেখে তদন্ত শুরু হয়েছে।

    তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই পা মেডিক্যাল বর্জ্য বহনকারী কোনও সংস্থার গাড়ি থেকে রাস্তায় পড়ে গিয়েছে। চিকিৎসা বা অস্ত্রোপচারের পরে হাসপাতাল থেকে নির্দিষ্ট নিয়মে মানবদেহের অংশ বাইরে পাঠিয়ে নষ্ট করা হয়। সেই প্রক্রিয়ায় কোথাও গাফিলতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সতর্ক করা হবে। হঠাৎ রাস্তায় মানবদেহের অংশ পড়ে থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় ব্যক্তিরা পুলিশের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। ওই পা ময়না-তদন্ত ও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

  • Link to this news (এই সময়)