• দক্ষিণ থেকে উত্তরে সরছে বৃষ্টি-কাঁটা? জেনে নিন চলতি সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস
    প্রতিদিন | ১১ আগস্ট ২০২৫
  • নিরুফা খাতুন: শ্রাবণ শেষের পথে। ক্যালেন্ডারের হিসেবমতো ধীরে ধীরে বর্ষা বিদায় নেওয়ার পালা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়ায় সেই ইঙ্গিত। তবে এখনই বৃষ্টি থেকে রক্ষা নেই। উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে কমতে পারে বৃষ্টি। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। এমনই দুঃসংবাদ শোনাল আবহাওয়া দপ্তর। সবমিলিয়ে চলতি সপ্তাহে আবহাওয়া খেলা দেখাতে চলেছে বঙ্গ জুড়েই।
  • Link to this news (প্রতিদিন)