কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত ‘অশ্রুত-আনহার্ড’
প্রতিদিন | ১১ আগস্ট ২০২৫
গোবিন্দ রায়: দু’টি বিদেশি প্রতিযোগিতায় মনোনয়নের পাশাপাশি কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ও আনন্দলোক শর্টকাটেও জায়গা করে নিয়েছে বসিরহাটের তৈরি ছোট ছবি ‘অশ্রুত-আনহার্ড’। সম্প্রতি বিশ্ব সঙ্গীত দিবসে বসিরহাট টাউনহলে শিল্পী সংসদের পক্ষ থেকে বসিরহাট সঙ্গীত মেলা ২০২৫ এর আয়োজন করা হয়। সেখানেই এই ছবির মুক্তি পায়।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন বসিরহাটের বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও অভিনেতা অরবিন্দ সরকার ও বিশিষ্ট নাট্যশিল্পী শঙ্কর রায় অধিকারী। শিল্পী সংসদের পক্ষ থেকে উদ্বোধনী সঙ্গীতের পর বসিরহাটের ছোট ছোট কচিকাঁচাদের দক্ষতার সঙ্গে সঙ্গীত পরিবেশন ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় দিনে স্বনামধন্য শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীত মেলা অনুষ্ঠিত হয়। সঙ্গীত মেলার তৃতীয় তথা শেষ দিনে ইউটিউব আর বড় পর্দায়ও একসাথে মুক্তি পায় ছোটছবি ‘অশ্রুত-আনহার্ড’।
ছবির পরিচালক শুভঙ্কর ঠাকুর জানান, দেশের মধ্যে প্রায় ১১টি প্রতিযোগিতায় একাধিক পুরষ্কারে পুরষ্কৃত হয়েছে ছবিটি। যেখানে শিশুশিল্পী শৃঙ্কা সিংগম এবং সতীনাথ ঠাকুর অভিনয় চোখে পড়ার মতো। ছবি মুক্তির পাশাপাশি, বিভিন্ন শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান ও বিশিষ্ট শিল্পীদের সম্মাননা জ্ঞাপনের সঙ্গে সঙ্গীত মেলার প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরষ্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কৌশিক দত্ত, পৌর আধিকারিক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট নাট্যশিল্পী শঙ্কর রায় অধিকারী, বিশিষ্ট শিক্ষক নির্মল কুমার মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী পিন্টু দাস ও অঞ্জন কুমার মিত্র-সহ আরও অনেক শিল্পীরা।