• প্রাকৃতিক গ্যাস চালিত ২০০ বাতানুকূল বাস কেনার জন্য প্রশাসনিক ছাড়পত্র
    আনন্দবাজার | ১১ আগস্ট ২০২৫
  • রাজ্য পরিবহণ নিগমের জন্য সিএনজি চালিত বাস কেনা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চললেও গত সপ্তাহে এ নিয়ে প্রশাসনিক অনুমতি মিলেছে বলে খবর। গত ৭ অগস্ট তিন রকম মাপের, মোট ২০০টি বাতানুকূল সিএনজি চালিত বাস কেনার জন্য প্রয়োজনীয় অনুমতি এসেছে। নতুন বাস কেনার জন্য ১২১ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার ৪৭০ টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থ দফতরের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরেই বাস কেনার বিষয়ে অগ্রসর হওয়ার জন্য প্রশাসনিক অনুমতি মিলেছে বলে জানা যাচ্ছে।

    যে তিন ধরনের বাস কেনা হচ্ছে, তার মধ্যে ৯ মিটার লম্বা ৩০টি মাঝারি মাপের বাতানুকূল বাস রয়েছে। ওই বাসগুলির প্রতিটির জন্য প্রায় ৩৩ লক্ষ টাকা খরচ হবে। এ ছাড়াও, ১২০টি সেমি-ডিলাক্স শ্রেণির বাস কেনা হবে। ওই বাসগুলির প্রতিটির জন্য ৬৪ লক্ষ ৯০ হাজার টাকা খরচ পড়বে। সেই সঙ্গে ৫০টি বাতানুকূল ডিলাক্স বাস কেনা হচ্ছে। ওই বাসগুলির প্রতিটির জন্য ৬৭ লক্ষ টাকা খরচ হবে।

    নতুন বাস কেনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইতিমধ্যেই রাজ্য পরিবহণ নিগমের এমডি-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। তবে, ওই নতুন বাস হাতে পেতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লাগতে পারে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিয়ে ১১০০টি ব্যাটারিচালিত বাস কেনার চেষ্টা হলেও নানা জটিলতায় সেই পরিকল্পনা কাজে আসেনি। তার পরে দীর্ঘদিন বাস না কেনার কারণে সরকারি বাস পরিষেবা নানা ভাবে রুগ্‌ণ হতে শুরু করে। নতুন বাসগুলি হাতে এলে কলকাতা এবং লাগোয়া শহরতলির একাধিক রুটে বাতানুকূল বাসের আকাল কাটবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)