• দক্ষিণের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি! উত্তাল হতে পারে সমুদ্রও, উত্তরে অতি ভারী বর্ষণের সতর্কতা
    আনন্দবাজার | ১১ আগস্ট ২০২৫
  • বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরের দুর্যোগ যেন আর থামছে না। মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে আগামী দু’দিন উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর। তাই মৎস্যজীবীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন ফরিদকোট, লুধিয়ানা, নাজিবাবাদ, শাহজাহানপুর, বালিয়া, জলপাইগুড়ি এবং পূর্ব-উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

    দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায়। একই পূর্বাভাস বুধবারের জন্য জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।

    সোমবার এবং মঙ্গলবারের জন্য সমুদ্রে কোনও সতর্কতা নেই। বুধবার এবং বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ হতে পারে ৫৫ কিলোমিটারও। এর ফলে সমুদ্র ওই দু’দিন উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের সাবধান করা হয়েছে।

    উত্তরবঙ্গে আগামী কয়েক দিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এ ছাড়া, মঙ্গলবার উত্তর দিনাজপুরে, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে তিন দিন অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

    সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।
  • Link to this news (আনন্দবাজার)