নদীতে ডুবন্ত তিন বন্ধুকে বাঁচিয়ে, মৃত্যুর কোলে ঢলে পড়ল ডোমকলের কিশোর
আনন্দবাজার | ১১ আগস্ট ২০২৫
বন্ধুদের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক কিশোর। ঘটনাটি রবিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনা এলাকার শিয়ালমারি নদীতে ঘটেছে। স্থানীয়দের প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় নদী থেকে ওই কিশোরের নিথর দেহ উদ্ধার হয়। বাকি তিন জনের মধ্যে এক কিশোরকে উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় সূত্রে খবর, রবিবার তিন বন্ধুদের আবদারে তাদের নিয়ে নদীতে স্নান করতে নেমেছিল মাহরুফ মিঞা। ওই দলের মধ্যে সেই একমাত্র সাঁতার জানত। মজে যাওয়া নদী, বৃষ্টির জলে হঠাৎ করেই স্রোত ফিরে পেয়েছে। সেই নদীতে রবিবার দুপুরের স্নান করতে নেমেছিল চার বন্ধু। স্নান করতে নেমেই ঘটে বিপত্তি।
স্থানীয়েরা জানান, মজে যাওয়া নদীতে এই বর্ষায় হঠাৎ করেই জল বেড়ে গিয়েছে। সেই নদীতে রবিবার দুপুরে স্নান করতে নেমেছিল চার বন্ধু। তাদের মধ্যে একমাত্র সাঁতার জানত মাহরুফ। প্রথমে সাঁতার শুরু করে মাহরুফ। সাঁতার না জানলেও নদীতে নামে বাকি তিন বন্ধু। কিছু ক্ষণ পর জলে হাবুডুবু খেতে দেখে দুই বন্ধুকে কোনওক্রমে পাড়ে টেনে তলে মাহরুফ। তৃতীয় জনকে আনতে গিয়ে নিজেই নদীতে তলিয়ে যায়। উদ্ধার হওয়া বাকি দুই বন্ধুর চিৎকারে কৃষি জমিতে কাজ করা লোকজন ছুটে গিয়ে উদ্ধার করেন মাহারুফের আর এক বন্ধু রামিজকে। তাঁদের দীর্ঘ ক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় মাহরুফকেও। দু’জনকেই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। কিছু ক্ষণের চিকিৎসায় স্বাভাবিক হয় রামিজ। তবে মাহরুফকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মৃতের মা নিরূপা বিবি বলেন, “নিষেধ করলেও ছেলে শুনত না। বন্ধুদের ডাকে নদীতে স্নান করতে চলে যেত। আজও গিয়েছিল। তার কিছুক্ষণ পরেই জানতে পারি, ছেলে ডুবে গিয়েছে। পরে উদ্ধার করলে মৃতদেহ পাই। বন্ধুদেরকে বাঁচাতে গিয়ে আমার ছেলেটাই চলে গেল।”