সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেও বৃষ্টির কাঁটা! ভুগতে পারে কলকাতাবাসী
বর্তমান | ১১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালের দিকে ঝাঁ চকচকে রোদ থাকলেও বৃষ্টির আশঙ্কা কলকাতাতেই থাকছে। তবে এই বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে।হাওয়া অফিস জানাচ্ছে, আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৮ ডিগ্রিতে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। এই তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি বেশি।অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১০ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১১ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়নি। সোমবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে এখন পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ শূন্য। পাশাপাশি, আর্দ্রতার মাত্রা এখনও বেশি—সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ—ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি অব্যাহত থাকতে পারে।