• শ্রাবণের শেষ সোমবারে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এসে মৃত্যু পুণ্যার্থীর
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, তারকেশ্বর: শ্রাবণের শেষ সোমবার তারকেশ্বরে মর্মান্তিক ঘটনা। মন্দিরে জল ঢালতে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মৃতের নাম অমিত পাকড়ে (৩৫)। জানা গিয়েছে, মৃতের বাড়ি হাওড়া জেলার বালি এলাকায়। এদিন সকালে বাইক নিয়ে ১০ জন বন্ধু ও আত্মীয় তারকেশ্বর মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে শেওড়াফুলি এসেছিলেন। শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে বাইকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় তাঁরা। মাঝে হরিপালের মালিয়ার কাছে টিফিনও সারেন। এরপর তারকেশ্বর মন্দিরের প্রবেশের আগে বাজিতপুর চৌমাথায়  এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অমিত নামে ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। উল্লেখ্য বিষয় হল, এই বছরে কয়েক লক্ষ তীর্থযাত্রীর আগমন হয়েছে তারকেশ্বরে। তবে অসুস্থ হয়ে তীর্থযাত্রী মৃত্যুর ঘটনা এই প্রথম। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)