• নৈহাটিতে গঙ্গার ধারে গাড়ি রেখে মন্দির দর্শন, জোয়ার এসে নদীতে ভাসাল গাড়ি, দীর্ঘক্ষণ পরে উদ্ধার
    আনন্দবাজার | ১১ আগস্ট ২০২৫
  • উত্তর ২৪ পরগনার নৈহাটিতে ফেরিঘাটে গাড়ি রেখে বড় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিল এক পরিবার। আর তাতেই হল বিপত্তি। গঙ্গায় জোয়ারের জলে তলিয়ে যাচ্ছিল গাড়ি। অর্ধেক ডুবেও গিয়েছিল। শেষে কোনওক্রমে ওই গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়।

    রবিবার বিকেলে ওই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োয় দেখা যাচ্ছে, নদীর মধ্যে অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসছে গাড়ি। গাড়িটির প্রায় বনেট পর্যন্ত অংশ ডুবে গিয়েছে জলে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই পরিবার নৈহাটির বাসিন্দা নন। বাইরে থেকেই মন্দির দর্শনে এসেছিলেন তাঁরা। চার চাকার গাড়িটি নৈহাটি ফেরিঘাটের কাছে দাঁড় করিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিল ওই পরিবার।

    ঠিক সেই সময়েই গঙ্গায় জোয়ার আসে। জোয়ারের জলে ভেসে যায় গাড়িটি। নিমেষের মধ্যে গাড়িটি প্রায় অর্ধেক ডুবে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা গাড়িটি উদ্ধারের চেষ্টা শুরু করেন। তত ক্ষণে খবর চলে যায় নৈহাটি থানাতেও। পুলিশকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। শেষে স্থানীয় বাসিন্দা এবং পুলিশকর্মীদের দীর্ঘ ক্ষণের চেষ্টার পরে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়।

    পুলিশ সূত্রে খবর, ফেরিঘাট এবং সংলগ্ন এলাকায় নদীর পাড়ে গাড়ি না রাখার জন্য বার বার সতর্ক করা হয় সাধারণ মানুষকে। ওই জায়গায় গাড়ি রাখতে অতীতে বিভিন্ন সময়ে নিষেধ করেছে পুলিশ প্রশাসন। তবে এর পরেও অনেকেই ওই এলাকায় নদীর ধারে গাড়ি দাঁড় করান। অনুমান করা হচ্ছে, রবিবার ওই পরিবারও তা-ই করেছিল। নদীর পাড়ে গাড়ি রেখে মন্দিরে পুজো দিতে গিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় গাড়িটিকে উদ্ধার করা গিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)