BJP কি বাঙালির পার্টি? এই প্রশ্নটাতেই যেন লুকিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি-র সাফল্যের চাবিকাঠি। ২০২১ সালের নির্বাচনে বহিরাগত ইস্যুতে বিজেপি-কে কোণঠাসা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও দেখা যাচ্ছে আক্রমণের অভিমুখ সেই একই। এবারে বাঙালি আবেগকে আঁকড়ে ধরেছে তৃণমূল কংগ্রেস। দেশজুড়ে বাঙালিদের উপর অত্যাচার, হেনস্থা চলছে, দাবি করে প্রতিদিনই বিজেপি-কে টার্গেট করছেন মমতা। বিজেপি-র কিছু নেতাও অবশ্য হাতিয়ার হাতে তুলে দিচ্ছেন, বাংলা নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে। ঘুরে দাঁড়াতে এবারও বিজেপি-র ভরসা সেই দুর্গাপুজো। ২০২০ সালে সল্টলেকের ইজেডসিসি-তে ধুমধাম করে দুর্গাপুজো করেছিল বঙ্গ বিজেপি। এবারও বাঙালি মন পেতে দুর্গাপুজোকেই বাছলেন বিজেপি নেতৃত্ব।
বিজেপি-র স্লোগান, 'জয় মা দুর্গা', 'জয় মা কালী'
ইতিমধ্যেই রাজ্য বিজেপি-র দুর্গাপুজোর খুঁটিপুজো সারা হয়ে গিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও অন্যান্য নেতৃত্ব বেশ জাঁকজমক করেই খুঁটিপুজো সারলেন। পুজোর দায়িত্বে রয়েছেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের প্রধান রুদ্রনীল ঘোষ। পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ২০২০ সালে ময়দানে নেমেছিল বিজেপি। এবারে সেই বিজেপি-র স্লোগান, 'জয় মা দুর্গা', 'জয় মা কালী'। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও শোনা গিয়েছে 'জয় মা দুর্গা', 'জয় মা কালী' স্লোগান। বাঙালির পার্টি হওয়ার চেষ্টার কসুর করছে না বিজেপি।
২০২০ সালের পর ফের বড় করে দুর্গাপুজো এ বছর
২০২০ সালে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজনের পরে দেখা গেল ২০২১ সালে সেই পুজো দায়সারা করে মিটল। ২০২০ সালে বিজেপির এই ইজেডসিসি পুজোর সূত্রপাত হয় প্রাক্তন বিজেপি নেতা মুকুল রায় ও সব্যসাচী দত্তের হাত ধরে। মুকুল ও সব্যসাচী, দুজনেই এখন তৃণমূল কংগ্রেসে। তৎকালীন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় নেতারা জানতে চেয়েছিলেন বাংলায় মোট কটা পুজোর উদ্যোক্তা বিজেপি নেতারা। ২০২২ সালেও ছোটো করে দুর্গাপুজে করল বিজেপি। তারপর দু বছর তো বন্ধই হয়ে যায়। এবার ২০২৫ সালে ফের দেখা যাচ্ছে বিজেপি-র দুর্গাপুজোর আয়োজন। ২০২৬ সালে বিধানসভা ভোট। রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা ভোটে বাঙালি আবেগকে টানতে দুর্গাপুজো করছে বিজেপি।
২০২১-এর লড়াইয়েরই যেন পুনরাবৃত্তি ২০২৬-এ
২০২০ সালে রাজ্য বিজেপি-র দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার একটি ভোট আসছে বাংলায়। এবারও প্রধানমন্ত্রী মোদীই উদ্বোধন করবেন বিজেপি-র পুজো? বিজেপি-র বাঙালি আবেগ ধরার তাগিদ ২০২০ সালেও যেমন ছিল, ২০২৫-এও যেন একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।