• বিটুমেন নয়, ভাঙা অংশে ব্লক, সব পুরসভাকে নির্দেশ দপ্তরের
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টানা বৃষ্টিতে পিচের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিচের মূল উপাদান হল বিটুমেন, যা জলের শত্রু। তাই জল জমলে বা টানা বৃষ্টি চললে নষ্ট হয়ে যায় রাস্তা। পিচ উঠে গিয়ে খানাখন্দে ভরে ওঠে। কিন্তু কংক্রিটের ব্লক দিয়ে রাস্তা তৈরি করলে তা অনেক বেশি টেকসই হচ্ছে। তাই রাজ্য পুরদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা সহ রাজ্যের সব শহরে বিটুমেনের পরিবর্তে কংক্রিট ব্লক দিয়ে রাস্তা তৈরি ও মেরামতি হবে। 

    এই সিদ্ধান্তে আসার আগে পুরদপ্তর একটি সমীক্ষা চালিয়েছিল। তাতে দেখা যায়, কংক্রিট ব্লক দিয়ে রাস্তা করলে খরচ খুব বেশি বাড়ছে না। বিটুমেনের রাস্তা করতে যেখানে প্রতি বর্গমিটারে ১২০০ টাকা খরচ হয়, সেখানে এই ব্লক দিয়ে কাজ করলে খরচ হয় সর্বাধিক ১৫০০ টাকা। কিন্তু রাস্তার আয়ু বেড়ে যাচ্ছে অনেকটাই। যেমন, বারাকপুর স্টেশনের সামনে লালকুঠি এলাকায় একটু বৃষ্টিতেই জল দাঁড়িয়ে রাস্তার হাল খারাপ হয়ে যেত। সেই রাস্তা কংক্রিট ব্লক দিয়ে করার পর জল জমে না, রাস্তাও ভালো আছে। 

    পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা দেখেছি, ব্লক দিয়ে রাস্তা তৈরি করলে সেটা অনেক বেশি টিকছে। জলও জমছে না। খরচও খুব বেশি নয়। তাই কংক্রিটের ব্লক দিয়ে রাস্তার কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব পুরসভাকে একথা জানিয়ে দেওয়া হবে।’  
  • Link to this news (বর্তমান)