বারুইপুর স্টেশনে বাবা-মাকে রেখে বেপাত্তা ‘গুণধর’ ছেলে
বর্তমান | ১১ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: একেই বলে গুণধর ছেলে! বৃদ্ধ বাবা ও মাকে বারুইপুর স্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে গেলেন। প্ল্যাটফর্মে একটি প্লাস্টিকে শুয়েই রাত কাটাতে হয়েছে তাঁদের। পরে বারুইপুর জিআরপি তাঁদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে দম্পতিকে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুর পুরসভার আশ্রয়হীনদের হোমে। সেখানেই তাঁরা রয়েছেন। এদিকে, ওই গুণধর ছেলের সন্ধান চালাচ্ছে পুলিস।
বৃদ্ধ দম্পতির নাম গোবিন্দ ও কমলা পুরকাইত। গোবিন্দবাবুর বয়স ৭৫ বছর। হাঁটাচলার ক্ষমতা নেই। স্ত্রীর বয়স ৬৯। শনিবার একমাত্র ছেলে তাঁদের বারুইপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে যান। বৃদ্ধা মার হাতে ৩০০ টাকা গুঁজে দিয়ে ছেলে বলে যান, ধর্মতলায় কাজে যাচ্ছেন। ফিরে এসে নিয়ে যাবেন। ছেলে ফিরে নিয়ে যাবে ঘরে, এই প্রতীক্ষায় বসে বৃদ্ধ বাবা ও মা। কমলাদেবী বলেন, আমাদের বাড়ি রায়চক। স্বামী স্মৃতি হারিয়েছেন। হাঁটতেও পারেন না। ছেলে আমাদের নিয়ে এসে এখানে ফেলে রেখে গিয়েছে। আমার কাছে আলাদা ৫০০ টাকা, ফোন ছিল। কিন্তু তা স্টেশন থেকে চুরি হয়ে গিয়েছে। চানাচুর, শুকনো মুড়ি খেয়ে আমাদের দিন কাটছিল। পরে জিআরপির লোকজন এসে আমাদের কিছু খেতে দেন। তারপর ওরাই আমাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। ছেলে কবে আসবে জানি না। কী করে বাঁচবো আমরা?
গুণধর ওই ছেলের কীর্তিতে তাজ্জব যাত্রীরাও। অনেকেই বলেন, কী করে ছেলে বৃদ্ধ বাবা, মাকে স্টেশনে রেখে চলে যান? ওই ছেলেকে খুঁজে বের করুক পুলিস, আদালত তাঁকে উপযুক্ত শাস্তি দিক।