নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ব্যস্ত ভিআইপি রোডের উপর চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। রবিবার এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। সরকারি বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। শর্ট সার্কিট বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান।
জানা গিয়েছে, বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে সর্তক হয়ে যান চালক। রাস্তায় বাস থামিয়ে দেন। তারপর পুলিসের সাহায্যে যাত্রীদের দ্রুত বাসের বাইরে বের করা হয়। এর কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো বাসটি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই সরকারি বাস বারাসত-গড়িয়া রুটে চলাচল করে। এদিন সকালে বারাসত থেকে গড়িয়া যাচ্ছিল। এয়ারপোর্ট এক নম্বর গেট ছাড়িয়ে কিছুটা যাওয়ার পর কৈখালি স্টপের আগে সেটি থেকে ধোঁয়া বেরতে শুরু করে। রবিবার বলে অন্যান্য দিনের তুলনায় রাস্তা ছিল ফাঁকা। তাই চালক সহজে রাস্তার বাঁদিকে বাস দাঁড় করিয়ে দেন। কর্তব্যরত ট্রাফিক পুলিস ঘটনাস্থলে যায়। যাত্রীরা নামার পর বাসের ভিতর থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। দমকল আসে এবং আগুন নেভায়। বাসটি কলকাতামুখী লেনের বাঁ দিকে দাঁড়িয়ে ছিল বলে ডানদিক দিয়ে গাড়ি যাতায়াতে সমস্যা হয়নি। যানজট হয়নি। প্রসঙ্গত কিছুদিন আগে সল্টলেকে একটি চলন্ত পুলকারে আগুন লাগার ঘটনা ঘটেছিল। লেকটাউনে একটি চলন্ত গাড়িতে আগুন ধরে গিয়েছিল। তবে এই ঘটনাগুলিতে কেউ হতাহত হননি। নিজস্ব চিত্র