নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: আজ, শ্রাবণ মাসের শেষ সোমবার। যার জেরে রবিবার সারাদিন কৃষ্ণনগর পুলিস জেলাজুড়ে বন্ধ রাখা হল মদের দোকান। পালিত হল ‘ড্রাই-ডে’। শনিবার গভীর রাতে জেলা প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। তবে শুধুমাত্র কৃষ্ণনগর পুলিস জেলাকেই কেন ড্রাই-ডে’র আওতায় আনা হল, সেই নিয়ে প্রশ্ন উঠছে। যদি অনেকের মতে, কৃষ্ণনগর পুলিস জেলার আওতায় নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ থানা পড়ে। নবদ্বীপ থেকে হাজার মানুষ বাঁকে করে জল নিয়ে কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথায় জল ঢালতে যায়। সেই কারণেই কৃষ্ণনগর পুলিস জেলার সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। নদীয়া ডিস্ট্রিক্ট লিকার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌভিক সরকার বলেন, সরকারি সিদ্ধান্তে আমাদের কোনও আপত্তি নেই। এদিন অনেক জায়গাতেই মদের দোকান বন্ধ রাখা হয়। তবে রানাঘাট পুলিস জেলাকেও এই নিয়মের আওতায় আনলে ভালো হতো।
কৃষ্ণনগর পুলিস জেলার এসপি অমরনাথ কে বলেন, রবিবার যাতে পুণ্যার্থীদের সমস্যা না হয় তার জন্য পুলিস প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে রবিবার সারাদিন কৃষ্ণনগর সদর ও তেহট্ট মহকুমায় সকল মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
গতবছর কৃষ্ণগঞ্জের শিবনিবাসে ৬০ থেকে ৬৫ হাজার মানুষ জল ঢালতে গিয়েছিলেন। পুলিসকে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল। এবার আরও ভিড়ের আশা করা হচ্ছে। তাই এবার আঁটোসাঁটো পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নামে।