• কাঁচা রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ জলঘরের ত্রিকূলে
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: গ্রামে কাঁচা রাস্তা পাকা হয়নি। বাধ্য হয়ে জমির আলপথ দিতে যাতায়াত করতে হয় বালুরঘাট ব্লকের জলঘর গ্রামপঞ্চায়েতের ত্রিকূলের বাসিন্দাদের। পাকা রাস্তার দাবিতে রবিবার বিক্ষোভে শামিল হলেন স্থানীয়রা। কাঁচা বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে চলে বিক্ষোভ।

    বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন পাকা রাস্তার দাবি জানিয়েও কাজ হয়নি। কাঁচা রাস্তায় এলাকায় গাড়ি ঢোকে না। অ্যাম্বুলেন্সও আসে না। কাদা-ভরা রাস্তা দেখে বাচ্চারাও স্কুল যেতে পারছে না। দ্রুত রাস্তা পাকা না হলে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

    সমস্যার কথা স্বীকার করে নিয়ে জলঘর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান জীতেন্দ্রনাথ সরকার বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে আমরা ওই রাস্তার কাজ করে দেব। বৃষ্টির জন্য মানুষের একটু সমস্যা হচ্ছে। পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য মলয় মণ্ডল বলেন, শীঘ্রই ওই গ্রামের রাস্তা সংস্কার করা হবে। 

    বিক্ষোভকারী রীতা দত্ত, পূর্ণিমা বর্মনরা বলেন, এই রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত সহ নানা জায়গায় লিখিত দাবি জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। কাদা-ভরা এই রাস্তায় সাইকেল নিয়েও যাওয়া-আসা করা যায় না। ওই রাস্তা দিয়ে সীমান্তেও যাওয়া যায়। বিএসএফ জওয়ানরাও কখনও এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু তারপরও এই রাস্তা পাকা হয়নি বলে দাবি গ্রামবাসীর। বিক্ষোভকারী পূর্ণিমার বক্তব্য, এলাকায় প্রায় দেড় হাজার ভোটার রয়েছে। রাস্তা না হলে আমরা ভোট দেব না। বিক্ষোভের পর নড়েচড়ে বসেছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)