নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের ২০ নম্বর ওয়ার্ডের বর্মনপাড়ায় একটি গোডাউন থেকে চুরি যাওয়া ছ’টি টোটো উদ্ধার করল পুলিস। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে চার জন। ধৃতদের নাম গোপাল বাড়ই, ইন্দ্রজিৎ হীরা, সোমনাথ প্রামাণিক ও সুজয় দাস। এর মধ্যে গোপালের বাড়ি জলপাইগুড়ি শহর লাগোয়া উত্তর সুকান্তনগর কলোনিতে। ইন্দ্রজিৎ খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দপল্লির বাসিন্দা। সোমনাথের বাড়ি তমলুকে। সুজয় জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়ার বাসিন্দা।
রবিবার জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিস সুপার (সদর) শৌভনিক মুখোপাধ্যায় বলেন, বর্মনপাড়ার একটি গোডাউন থেকে ছ’টি টোটো চুরি গিয়েছিল। ওই ঘটনার তদন্তে নেমে পুলিস চার জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে টোটোগুলি উদ্ধার হয়েছে। এছাড়াও ব্যাটারি সহ টোটোর কিছু যন্ত্রাংশ উদ্ধার করা গিয়েছে। সেগুলিও বিভিন্ন সময় চুরি করেছিল তারা। তদন্ত চলছে। ধৃতরা আরও কোনও চুরি চক্রের সঙ্গে জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে খবর, উদ্ধার হওয়া টোটোগুলি নতুন। অ্যাসেম্বল করে বিক্রির জন্য গোডাউনে রাখা হয়েছিল। সেখানে হানা দিয়ে একসঙ্গে ছ’টি টোটো নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুরি করা টোটোগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছিল। সেইসব জায়গা থেকে ছ’টি টোটো উদ্ধার করা হয়। ধৃতদের মধ্যে যার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে, বিবাহসূত্রে সে জলপাইগুড়িতে থাকে। এখানেই চুরির গ্যাংয়ে বেশ কয়েকবছর আগে নাম লিখিয়েছে সে।
এদিকে, সম্প্রতি জলপাইগুড়ি শহরের বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গণের বাইরে থেকে এক ক্রীড়াবিদের সাইকেল চুরি যায়। স্পোর্টস কমপ্লেক্সের বাইরে থেকে সাইকেল চুরির ঘটনায় আলোড়ন ছড়ায়। চুরি যাওয়া ওই সাইকেলটি উদ্ধার হয়েছে বলে এদিন জানিয়েছেন অতিরিক্ত পুলিস সুপার। তিনি বলেন, স্পোর্টস কমপ্লেক্সের বাইরে থেকে চুরি যাওয়া সাইকেলটি আমরা উদ্ধার করেছি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করে আরও বেশ কয়েকটি চুরি যাওয়া সাইকেল উদ্ধার করেছে পুলিস। নিজস্ব চিত্র।