• কর্মী, বিএলএদের সতর্ক থাকার পরামর্শ তৃণমূলের
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: এসআইআর নিয়ে দলীয় কর্মী ও দলীয় বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) সতর্ক করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার আলিপুরদুয়ার শহরের মিউনিসিপ্যাল হলে সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মী ও বিএলএদের এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে বুথ ধরে ধরে প্রশাসনকে দলের কর্মী সমর্থকদের পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক বলেন, এসআইআর নিয়ে সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মী ও বিএলএদের সতর্ক থাকতে বলা হয়েছে। 

    ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে রাজ্যজুড়ে এসআইআর শুরু হওয়ার কথা। ওই ভোটার তালিকার ফটোকপি যেন সবার কাছে থাকে তা দেখতে হবে দলীয় কর্মী ও বিএলএদের। তৃণমূল নেতৃত্বের দাবি, জেলার চা বাগানের শ্রমিকরা ও গ্রামগঞ্জের সহজসরল মানুষ অনেক সময় রিসিভ কপি নেয় না। দলের জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, বিএলএদের দেখতে হবে এসআইআর-এর সময় প্রতিটি মানুষ যেন জমা দেওয়া নথির রিসিভ কপি সরকারি বিএলওদের কাছ থেকে পায়। কারণ কোনও মানুষ নথি জমা দেওয়ার পরেও সরকারি বিএলওরা পরে অস্বীকার করতে পারেন। এর ফলে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ যেতে পারে। সব নথির রিসিভ কপি হাতে থাকলে পরে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লে চ্যালেঞ্জ করা যাবে। 

    এদিকে, বাংলা ভাষার অবমাননা ও বাংলায় কথা বলার জন্য হেনস্তার প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি চলছে। কিন্তু আলিপুরদুয়ারে দলীয় সেই কর্মসূচিতে কোন গতি নেই বলে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠেছে। ৪ আগস্ট কলকাতায় অভিষেক বন্দ্যোপাধায়ের সঙ্গে দলের জেলা নেতৃত্বের বৈঠক হয়। সেই বৈঠকের পর গুজব ছড়িয়েছে খুব শীঘ্রই ব্লক স্তরে দলের সংগঠনে অদলবদল হতে পারে। আর সেই কারণে ব্লক স্তরে এই কর্মসূচি নিয়ে ঢিলেঢালা মনোভাব চলছে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অবশ্য বলেন, বিষয়টি ঠিক তা নয়। ব্লকগুলিতেও সমানতালে কর্মসূচি চলছে।
  • Link to this news (বর্তমান)