• চক্ষু হাসপাতাল, আইসিইউ অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পরিকল্পনা লায়ন্স ইন্টারন্যাশনালের
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • সৌম্য দে সরকার  মালদহ

    আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে এবার মালদহে হতে চলেছে চোখের চিকিৎসার আধুনিক হাসপাতাল। শনিবার একথা জানান লায়ন্সের ৩২২ এইচ ডিস্ট্রিক্টের নবনির্বাচিত গভর্নর তথা মালদহের বিশিষ্ট শিল্পোদ্যোগী অরুণ মাহেশ্বরী। সঙ্গে ছিলেন তাঁর সময়কালের ক্যাবিনেটের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। রবিবার মালদহে ক্যাবিনেট সদস্যদের নিয়ে শপথ গ্রহণ করেন লায়ন অরুণ। বলেন, মালদহে শুধু চোখের চিকিৎসার জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠাই নয়, জনজীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষকে পরিসেবা দিতে একাধিক পরিকল্পনা রয়েছে আমার এবং ক্যাবিনেট সদস্যদের। 

    তিনি জানান, রবিবার সকালেই চোখের চিকিৎসার জন্য পরিকল্পিত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ইংলিশবাজারে। ওই অনুষ্ঠানে অংশ নেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রেসিডেন্ট কলকাতার নাগরিক লায়ন এপি সিং। হাজির ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ লায়ন্সের ডিস্ট্রিক্ট সেক্রেটারি মহেশ মাসকারা, সদস্য প্রেম আগরওয়াল, প্রসেনজিত্‌ সাহা, ম্যানিলা রায়চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ। 

    এদিন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩২২ এইচ ডিস্ট্রিক্টের নতুন গভর্নর অরুণ বলেন, এই চোখের হাসপাতালে দুঃস্থ রোগীদের চিকিৎসা হবে নিখরচায়। আসলে চিকিত্সার ব্যয়ভার বহন করবেন লায়ন্স ইন্টারন্যাশনালের কোনও সদস্য।

    পাশাপাশি, মালদহে একটি ডায়ালিসিস চিকিৎসা কেন্দ্র চালু করার পরিকল্পনাও নিয়েছেন নতুন ডিস্ট্রিক্ট গভর্নর। তাঁর কথায়, এর সঙ্গে সাধারণ মানুষের জন্য চালু হবে দু’টি আইসিইউ অ্যাম্বুলেন্সও। পাশাপাশি, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য গণবিবাহের ব্যবস্থা নতুন করে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন অরুণ। তাছাড়া ৫১ জনের সাড়ম্বরে বিয়ের বন্দোবস্ত করবে লায়ন্স ইন্টারন্যাশনাল।

    অরুণ বলেন, আর্থিক প্রতিকূলতার মুখোমুখি হওয়া মেধাবী পড়ুয়াদের সবরকম সাহায্য করা হবে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২ এইচ-এর পক্ষ থেকে।

    এই লায়ন্স ডিস্ট্রিক্টে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ মিলিয়ে মোট ৭১টি লায়ন্স ক্লাব রয়েছে। ২ হাজার ২৫ জন লায়ন সদস্য রয়েছেন। তাঁর ক্যাবিনেটে ৮৭ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছেন অরুণ।

    ২০০০ সালে অরুণ লায়ন্স ক্লাব অব মালদহ নিউ সেঞ্চুরির সদস্য হিসেবে যোগদান করেন। তার আগে তাঁর বাবা প্রয়াত জয়কিষাণ মাহেশ্বরীও লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর মনোনীত হয়েছিলেন। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)