• বাড়ি চিনিয়ে দেওয়ার নামে মহিলার হার ছিনতাই, গ্রেপ্তার দুই দুষ্কৃতী
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাড়ি চিনিয়ে দেওয়ার নামে মহিলার হার  ছিনতাই। শিলিগুড়ি থেকে দু’জনকে পাকড়াও করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। ধৃতদের নাম সৌরভ রায় ও দীপঙ্কর ভৌমিক। তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিস। যদিও ছিনতাই হওয়া হার এখনও পুলিসের হাতে আসেনি। 

    রবিবার জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিস সুপার (সদর) শৌভনিক মুখোপাধ্যায় বলেন, সম্প্রতি জলপাইগুড়ি শহরের কেরানিপাড়া থেকে এক মহিলার গলার চেন ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। শিলিগুড়ি থেকে তাদের পাকড়াও করা হয়েছে। ছিনতাই করা চেন তারা ময়নাগুড়ির পানবাড়ি এলাকার একজনের কাছে বিক্রি করেছে। যে ওই চোরাই চেন কিনেছে, তার খোঁজ চলছে। 

    কিছুদিন আগে জলপাইগুড়ি শহরের কেরানিপাড়ায় দিদির বাড়িতে অসম থেকে বেড়াতে আসেন এক প্রৌঢ়া। শিলিগুড়িতে নেমে তারপর বাসে জলপাইগুড়িতে আসেন তিনি। এরপর টোটোতে ওঠেন। কেরানিপাড়ার গলির মুখে টোটো থেকে নামেন তিনি। সেসময় এক যুবক তাঁর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে রাস্তায়। দিদির বাড়ি চিনিয়ে দেওয়ার নাম করে তাঁর পিছু পিছু আসে। ওই মহিলার কাছে মোবাইল নম্বর চায়। এরপর ওই প্রৌঢ়া যখন তাঁর দিদির বাড়ির ভিতরে ঢুকে দরজার কলিং বেল বাজান, ঠিক তখনই রাস্তায় ভাব জমানো ওই ব্যক্তি মহিলার গলায় থাকা সোনার চেন এক টানে ছিঁড়ে নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলের কাছেই স্কুটার নিয়ে দাঁড়িয়ে ছিল একজন। হেলমেট পরা ছিল তার। বাড়ির ভিতরে ঢুকে মহিলার গলা থেকে যে ব্যক্তি চেন ছিনতাই করে, তার হেলমেট পরা ছিল না। সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনাটি স্পষ্ট ধরা পড়ে। সেই ফুটেজ দেখে তদন্তে নামে পুলিস। অবশেষে ওই ঘটনায় দু’জনকে পাকড়াও করতে সক্ষম হল কোতোয়ালি থানার পুলিস। কিছুদিন আগে ধূপগুড়িতেও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ধৃতরা ওই ঘটনাতেও যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিস। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, কেরানিপাড়ায় মহিলার চেন ছিনতাইয়ের ঘটনায় একজনের হেলমেট পরা ছিল। ফলে সিসি ক্যামেরার ফুটেজে তার মুখ দেখা যায়নি। অন্যজনের মুখ ফুটেজে দেখা গেলেও খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। সেটাকে স্পষ্ট করে তল্লাশি শুরু হয়। শুক্রবার রাতে সৌরভ রায় নামে একজনকে পাকড়াও করা হয়। তার বাড়ি শিলিগুড়ির শক্তিগড়ে। তাকে জেরা করে শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে পাকড়াও করা হয় দীপঙ্কর ভৌমিক নামে অন্যজনকে। 
  • Link to this news (বর্তমান)