• জাতিবিদ্বেষ উসকে দিয়ে শিলিগুড়িকে অশান্ত করার ছক কষছে পদ্মশিবির! ছাব্বিশের আগে সম্প্রীতি রক্ষাই চ্যালেঞ্জ তৃণমূলের
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মিনি ইন্ডিয়া। বাঙালি, নেপালি, বিহারি সহ নানা ভাষাভাষী মানুষের সহাবস্থান। অভিযোগ, জাতিবিদ্বেষ উসকে এহেন শিলিগুড়িতে অশান্তি পাকানোর ছক কষেছে বিজেপি। কাজেই ছাব্বিশের নির্বাচনের আগে এই বাণিজ্যনগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ। এজন্য জোড়াফুল শিবির পাড়া বৈঠক, মিছিল, পথসভায় জোর দিচ্ছে। পদ্ম শিবির অবশ্য অভিযোগ মানতে নারাজ। এদিকে, বাঙালি বিদ্বেষ এবং শিলিগুড়িতে ভাড়াটিয়াদের গোলমাল নিয়ে উস্কানির প্রতিবাদে রবিবার দু’টি পথসভা ও মিছিল করে দু’টি সংগঠন। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনীতি সরগরম। 

    উত্তরবঙ্গ তো বটেই সমগ্র বাংলায় শান্তিপূর্ণ জায়গাগুলির মধ্যে শিলিগুড়ি অন্যতম। এই এলাকা উত্তরের বাণিজ্যনগরী হিসেবে পরিচিত। ইদানিং, এখানে বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিছুদিন আগে শিলিগুড়ি শহরের কলেজপাড়ায় ভাড়াটিয়াদের গোলমাল নিয়ে বড়ধরনের অশান্তি পাকানোর চেষ্টা করা হয়েছিল। পাহাড়ের এক নেতার নেতৃত্বে শহরের একটি বাড়িতে ঢুকে কুকথা বলা হয় বলে অভিযোগ। এমনকী, দু’টি সম্প্রদায়ের মধ্যে অশান্তি পাকাতে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করেন মালবাজারের এক যুবক। সেই যুবক বিজেপি নেতাদের একাংশের ছত্রছায়ায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্তকে পুলিস গ্রেপ্তারও করেছে। 

    এরআগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’টি পাড়ার গোলমালের মধ্যে মেশানো হয়েছিল রাজনীতির রং। দু’টি জাতির মধ্যে সেই অশান্তির আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। এ ধরনের ঘটনা মাটিগাড়া, খড়িবাড়ি, পানিট্যাঙ্কি, ফাঁসিদেওয়া প্রভৃতি এলাকাতেও চেষ্টা করা হয়েছে। প্রতিটি ঘটনা পর্যালোচনা করে চাঞ্চল্যকর রিপোর্ট পেয়েছে  বলে দাবি তৃণমূলের। দলের কোর কমিটির অন্যতম সদস্য পাপিয়া ঘোষ বলেন, ছাব্বিশের নির্বাচনের আগে জাতিবেদ্বেষ উসকে শান্ত এই শহরকে অশান্ত করার ছক কষেছে বিজেপি। প্রতিটি ঘটনার নেপথ্যে বিজেপি’র নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ বর্তমানে পদ্মের হাওয়া নিম্নমুখী। হিংসার রাজনীতি আমদানি করে ওরা এখানে হাওয়া গরম করার পরিকল্পনা নিয়েছে। 

    এর বিরুদ্ধে লাগাতার লড়াই চালানোর পরিকল্পনা নিয়েছে জোড়াফুল শিবির। ইতিমধ্যে দলের কোর কমিটি আলোচনা করে বেশকিছু কর্মসূচি নিয়েছে। কোর কমিটির নেত্রী পাপিয়া বলেন, এখানে সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করছি। তাই রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে বিজেপির অপচেষ্টা ব্যর্থ করব। সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে আমজনতাকে বোঝানোও হচ্ছে। দলের দার্জিলিং জেলা চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল বলেন, বাংলা বিদ্বেষের প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পদযাত্রা, পাড়া বৈঠক, পথসভা প্রভৃতি কর্মসূচি নেওয়া হয়েছে। 

    ওই ঘটনাগুলি নিয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে পদ্ম শিবির। বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, শহর ও গ্রামের উন্নয়নে ব্যর্থ তৃণমূল। নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। হাঙ্গামার রাজনীতি বিজেপি কোনওদিন করেনি, ভবিষ্যতেও করবে না। নির্যাতিতদের পাশে সর্বদা দাঁড়াবে বিজেপি। 

    এদিকে, ভিনরাজ্যে বাঙালি বিদ্বেষের প্রতিবাদে চম্পাসারিতে মিছিল ও পথসভা করে বাংলাপক্ষ। কলেজপাড়ায় গোলমাল নিয়ে অশান্তি পাকানোর বিরুদ্ধে মিছিল ও বাঘাযতীন পার্কে সভা করে জয় 

    বাংলা ট্রাস্ট।
  • Link to this news (বর্তমান)