• পাঁচ বিষয়ে স্নাতকোত্তর পড়াতে চেয়ে উচ্চশিক্ষা দপ্তরে ফের চিঠি
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: সামনেই শুরু হবে নতুন সেমেস্টার। শুরু হবে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া। কিন্তু এখনও নতুন বিষয় চালুর অনুমোদন মেলেনি। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ একাধিকবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছেন। কিন্তু এখনও সবুজ সঙ্কেত মেলেনি।

    আগামী শিক্ষাবর্ষে নতুন পাঁচটি বিষয় চালুর জন্য ফের উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দিলেন ভিসি। সূত্রের খবর, নতুন পাঁচটি বিষয় চালু করতে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। বালুরঘাট বিএড কলেজের হস্টেলের জায়গাতেই বর্তমানে বিশ্ববিদ্যালয় চলছে। বিশ্ববিদ্যালয়ে রসায়নে স্নাতকোত্তর চালু করতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য এই বিএড কলেজ এগিয়ে এসেছে। কলেজের রসায়নের ল্যাব বিশ্ববিদ্যালয়কে ব্যবহারের জন্য দিতে প্রস্তুত কর্তৃপক্ষ। বিএড কলেজ কর্তৃপক্ষ তা বিশ্ববিদ্যালয়কে জানিয়েও দিয়েছে। 

    দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন ৫ টি নতুন বিষয় চালু করতে চাইছি। বিষয়গুলি চালুর জন্য রাজ্যকে আগেই চিঠি দিয়েছিলাম। নতুন ভর্তি শুরুর আগে ফের রাজ্যকে চিঠি দিলাম। নতুন বিষয় চালু হলে, আমাদের কেমিস্ট্রি ল্যাবের প্রয়োজন হবে। বিএড কলেজ কর্তৃপক্ষ ল্যাব দিতে রাজি হয়েছে। রাজ্যের অনুমোদন পেলেই নতুন বিষয় চালু হয়ে যাবে। 

    তিনবছর ধরে বিশ্ববিদ্যালয়ে গণিত, রাষ্ট্রবিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর চলছে। এবছর নতুন বিষয় চালুর জন্য চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারে বাংলা, সংস্কৃত, ইতিহাস, রসায়ন এবং দর্শনে স্নাতকোত্তর চালুর জোর চেষ্টা চলছে। এনিয়ে জেলার বিভিন্ন কলেজের অধ্যাপকদের সঙ্গে কথাও বলে রেখেছেন উপাচার্য। 

    নতুন ভিসি আসার পরও কেন সাহায্য পাচ্ছে না বিশ্ববিদ্যালয়? সরব হয়েছে বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন,  তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উন্নতির কথা ভাবে না। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকী বলছেন, নতুন উপাচার্য যা যা প্রস্তাব দিয়েছেন, আমরাও দলের তরফে সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।
  • Link to this news (বর্তমান)