মেঘালয়ের গ্রামে হামলা, গ্রেপ্তার চার বাংলাদেশি অনুপ্রবেশকারী
বর্তমান | ১১ আগস্ট ২০২৫
বিশেষ সংবাদদাতা, শিলং: ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে হামলা। রাতের অন্ধকারে মেঘালয়ের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার এক গ্রামে ঢুকে হামলা চালায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ ও মেঘালয় পুলিস। ধৃতদের নাম মেফুস রহমান (৩৫), জাঙ্গির আলম (২৫), মেরুফুর রহমান (৩২) এবং সায়েম হুসেন (৩০)।
মেঘালয় পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে প্রায় আট-ন’জন সশস্ত্র বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রামবাসীদের উপর বর্বরোচিত আক্রমণ চালায়। সশস্ত্র বাংলাদেশিরা গ্রামের একটি দোকানে ঢুকে মালিককে হাতকড়া পরিয়ে সীমান্তের দিকে নিয়ে যায়। অন্ধকারে হাঁটতে হাঁটতে তিনি দৌড়ে পালিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েন। দোকানদারের দাবি,তাঁকে লক্ষ্য করে গুলিও চালায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সূত্রের খবর, গোটা ঘটনার খবর পেয়ে অভিযানে নামে বিএসএফ ও মেঘালয় পুলিস। প্রথমে তিন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রামবাসীরা পরে আরও এক সন্দেহভাজনকে ধরে পুলিসের হাতে তুলে দেয়।