• দাসপুরে সোনা গলানোর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, আশঙ্কাজনক ৪ শ্রমিক
    এই সময় | ১১ আগস্ট ২০২৫
  • ভয়াবহ অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা দাসপুরের সাগরপুর এলাকায় একটি সোনা গলানোর দোকানে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন ওই দোকানের চার শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দমকল এবং পুলিশ সূত্রে খবর, সাগরপুর এলাকায় একাধিক সোনার গয়না তৈরির দোকান আছে। কয়েকটি দোকানে সোনা গলিয়ে তা গয়না তৈরির উপযোগী করা হয়। রবিবার সন্ধ্যায় সাগরপুর এলাকায় সেই রকমই একটি সোনা গলানোর দোকানের দোতলায় আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার খবর পেয়েই সেখানে আসেন দাসপুর থানার পুলিশ আধিকারিকরাও।

    কী ভাবে ওই আগুন লাগে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঘাটাল এলাকার দমকলের এক আধিকারিক। তবে, সেখানে যাওয়ার পরে একটি গ্যাস সিলিন্ডারকে জ্বলতে দেখেছিলেন তাঁরা। তা থেকেই ওই আগুন ছড়ায় কী না তাও দেখা হচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শোনার পরেই বীভৎস আগুন দেখতে পান তাঁরা। সেই সময় দোতলায় কেউ ছিলেন না। তবে, আগুন লেগেছে বুঝতে পেরেই তা নেভাতে একতলা থেকে ছুটে যান চার জন শ্রমিক। তখনই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হন তাঁরা।

    তাঁদের উদ্ধার করে পাঠানো হয় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ চার শ্রমিকের মধ্যে ৩ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁরা হলেন সৌরভ বারাদে, অজয় আউতরা এবং দীপক বাউর। এছাড়াও, অবিরাম চোংদার নামে হুগলির এক শ্রমিকও অগ্নিদগ্ধ হয়েছেন। চার জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)