• ৮ হাজারের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ রাজ্যের
    দৈনিক স্টেটসম্যান | ১১ আগস্ট ২০২৫
  • সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ঘাটতি দূর করতে আট হাজারেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি চিকিৎসাবিদ্যার বিভিন্ন শাখাতেও নিয়োগ হবে। ১৩ আগস্ট এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লিউবিএইচআরবি)কে। অতি দ্রুত শূন্যপদ পূরণের কাজ সম্পন্ন হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। এর ফলে সরকারি হাসপাতালে পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করছে স্বাস্থ্য দপ্তর।

    তালিকা অনুযায়ী, ১৮৪৮ জন চিকিৎসক, ৫০১৮ জন নার্সের শূন্যপদ পূরণ করা হবে। চিকিৎসকদের মধ্যে ১২২৭টি পদে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ও ৬২১টি পদে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে একাংশকে এমডি-এমএস পাশ করতে হবে। বাকিদের সুপার স্পেশ্যালাইজেশন অর্থাৎ ডিএম বা এমসিএইচ পাশ করতে হবে। চিকিৎসাবিদ্যার ৪৭টি শাখায় ডাক্তার ও বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। বেলুড়ে সম্প্রতি চালু হয়েছে সরকারি যোগ ও নেচারোপ্যাথি মেডিক্যাল কলেজ। সেখানেও শিক্ষক ও চিকিৎসক নিয়োগ করা হবে। অন্যদিকে সাধারণ মেডিসিন (৪৮), অ্যানাস্থেসিওলজি (৪৭) এবং জেনারেল সার্জারি (৪৩) বিভাগে সহকারী অধ্যাপক পদে সর্বাধিক নিয়োগ হবে। নার্সদের ৫০১৮ জনের মধ্যে বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য ২৩৩০ জন, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য ২৫২ জন, জিএনএম মহিলা নার্স ২০৯২ জন এবং জিএনএম পুরুষ নার্স ৩৪৪ জনকে নিয়োগ করা হবে।

    চিকিৎসক ও নার্স ছাড়াও ৬০০-রও বেশি মেডিক্যাল টেকনোলজিস্ট, ৩৫০ জন ফার্মাসিস্ট এবং ৩১ জন রেডিওফিজিসিস্ট পদেও নিয়োগ করা হবে। এছাড়াও, অডিওলজিস্ট, স্পিচ প্যাথোলজিস্ট, ফেসিলিটি ম্যানেজার, জলপাইগুড়ির ফার্মাসি কলেজের অধ্যাপক, রাজ্য ড্রাগ ল্যাবরেটরির শূন্যপদ এবং বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষক পদেও নিয়োগ হবে।

    যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সব পদে নিয়োগ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। চিকিৎসক ও নার্স পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ১৩ আগস্ট সকাল ১০টা থেকে প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ৩ সেপ্টেম্বর দুপুর ২টোয়। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। নিয়োগের দায়িত্বে থাকবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এই নিয়োগে দুর্নীতি রুখতে তৎপরতা শুরু করেছে নবান্ন। এই নিয়োগের ফলে স্বাস্থ্য দপ্তরের ভাবমূর্তিও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)