• জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে সরেনি বর্জ্য, দুর্গন্ধে জেরবার রোগীরা
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সরেনি বর্জ্য। উল্টে তা আরও বেড়েছে। ফলে জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সদর হাসপাতালে দুর্গন্ধে জেরবার হতে হচ্ছে রোগীদের। আজ, রবিবার সদর হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, অনেকটা এলাকাজুড়ে প্লাস্টিকে মোড়া বর্জ্য এদিক ওদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। হাওয়া দিলে ওই বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন হাসপাতালে ভর্তি থাকা একাধিক রোগীর আত্মীয়-পরিজনরা। এই বিষয়ে জলপাইগুড়ি মেডিক্যালের সুপার কল্যাণ খাঁ বলেন, সদর হাসপাতালে যেখানে বর্জ্য ফেলা হয়, সেখানকার ঘরগুলির দরজা বদলানো হয়েছে। সেই কারণেই ঘরের ভিতর থেকে বর্জ্য বাইরে বের করে রাখা হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই পুরসভাকেও জানানো হয়েছে। আশা করছি আগামীকাল, সোমবারের মধ্যেই জমে থাকা বর্জ্য সাফাইয়ের কাজ হয়ে যাবে। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আমরা নিয়মিত হাসপাতাল থেকে বর্জ্য সংগ্রহ করি। তবে একবারে সব বর্জ্য সংগ্রহ করা সম্ভব নয়। তাছাড়া হাসপাতালে অনেক সময় নন মেডিক্যাল ওয়েস্টের সঙ্গে মেডিক্যাল ওয়েস্ট মিশিয়ে ফেলা হচ্ছে। এমনটা হলে আমাদের পক্ষে হাসপাতাল থেকে বর্জ্য নেওয়া অসম্ভব।
  • Link to this news (বর্তমান)