• রহস্যজনকভাবে নিখোঁজ দোকানদার! পুলিসের দ্বারস্থ পরিজনরা
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক চা দোকানদার। গতকাল, শনিবার দুপুরে বাড়িতে খেতে যাওয়ার নাম করে দোকান থেকে বের হন গৌতম দে (৫০) নামের ওই চা দোকানদার। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ নেই। বাড়িতেও যাননি তিনি। মোবাইলও বন্ধ রয়েছে তাঁর। পরিজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছেন। কিন্তু আজ, রবিবার বিকেল পর্যন্ত ওই ব্যক্তির কোনও হদিশ মেলেনি। অবশেষে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন তাঁর পরিবার। ওই দোকানের কর্মী রাজু দাস বলেন, জলপাইগুড়ি শহরের উকিলপাড়া মোড়ে চায়ের দোকান রয়েছে গৌতমবাবুর। আমি ওই দোকানেই কাজ করি। গতাকল, শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আমাকে মালিক বলেন, বামনপাড়ায় তিনি বাড়িতে খেতে যাচ্ছেন। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও না ফেরায় আমি মোবাইলে ফোন করি। দেখি মোবাইল বন্ধ বলছে। খোঁজ নিয়ে জানতে পারি বাড়িতে খেতেও যাননি। এরপরই পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করে। হাসপাতাল, থানা সব জায়গাতেই খোঁজ করা হয়। কোথাও তাঁর হদিশ মেলেনি। রাজু বলেন, গৌতমবাবুর স্ত্রী মারা গিয়েছেন ৫ বছর হল। বাড়িতে ছেলে, বউমা এবং নাতি রয়েছে। বাড়িতে কারও সঙ্গে কোনও অশান্তিও হয়নি। তাহলে কেন এমন ঘটনা ঘটল সেটাই বুঝতে পারছি না।
  • Link to this news (বর্তমান)