• যিনি শ্বশুর, তিনিই বাবা! ভোটার কার্ডে দেখা যাচ্ছে এমন নমুনাও
    এই সময় | ১০ আগস্ট ২০২৫
  • যিনি শ্বশুর, তিনিই বাবা! ভোটার তালিকায় কারচুপি ধরতে গিয়ে এমনই তথ্য উঠে এলো দেগঙ্গায়। SIR নিয়ে যখন বাংলায় তোলপাড় শুরু হয়েছে, তখন দেগঙ্গার বেড়াচাঁপায় খোঁজ মিলল এমন এক ভোটারের, যিনি শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন। সে কথা আবার স্বীকারও করে নিয়েছেন ওই ভোটার।

    দেগঙ্গা বিধানসভার বেড়াচাঁপা-১ পঞ্চায়েতের বসাকপাড়া ১৫৪ নম্বর বুথের ভোটার জামাল হোসেন মণ্ডল। ভোটার তালিকায় বাবার নামের জায়গায় লেখা আকবর আলির নাম। এ দিকে জামালের স্ত্রী মানোয়ারা বিবি। তাঁরও বাবার নামের জায়গায় আকবর আলি লেখা।

    জামাল হোসেন মণ্ডলের দাবি, তাঁর জন্ম বাংলাদেশে। ২৫ বছর আগে ভারতে আসেন। প্রথমে নদিয়া, সেখান থেকে ঘুরে ঘুরে কর্মসূত্রে দেগঙ্গায় আসা। জামাল জানান, তাঁর তখন ৭-৮ বছর বয়স, ভারতে আসেন। তার পর থেকে এখানেই।

    জামাল বলেন, ‘বাংলাদেশে এখন আর কেউ নেই। ১৫ বছর আগে আমি এখানকার ভোটার হই। বাবা নেই, তাই বাবার নামের জায়গায় শ্বশুরের নাম দিই। এখানকার পঞ্চায়েতের এক সদস্য করে দিয়েছিলেন।’ কিন্তু কে সেই পঞ্চায়েত সদস্য, তাঁর রাজনৈতিক পরিচয়ই বা কী, এ নিয়ে মুখ খুলছে নারাজ এলাকার লোকজন। প্রশ্ন করলে বলছেন, অত বছর আগের ঘটনা, অত মনে নেই। বিষয়টি নিয়ে বিজেপি সরব হলেও, তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

    এর আগে এ রকমই একটি ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনারই বাগদায়। বাগদা ব্লকেই শাশুড়িকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলেন রিজাউল মণ্ডল নামে এক ব্যক্তি। বাগদা ব্লকের আষাঢ়ু পঞ্চায়েতের বাগি গ্রামের ঘটনা। যদিও জামাল নিজে মুখে শ্বশুরকে বাবা বানানোর কথা স্বীকার করলেও রিজাউল নামে বাগদার যুবক বাংলাদেশে গা ঢাকা দেন বলে অভিযোগ।

  • Link to this news (এই সময়)